Zooel Ft. Kona - Kothay Jabi | Lyrics

জুয়েল Featuring কনা - কোথায় যাবি

এলবাম - একলা প্রথম

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি ???
বল তুই আমায় ছাড়া কেমনে রবি ???

তোর পরাণে আমার এ মন, বান্ধিয়াছি সারা জীবন
তোরে ছাড়া বাচিনা


ও . . একি মনে একটু ভুল হতেই পারে
তাই বলে কি আপন মানুষ রাখবি দুরে

একি মনে একটু ভুল হতেই পারে
তাই বলে কি আপন মানুষ রাখবি দুরে

যাসনারে এভাবে চলে, আমি যাচ্ছি এ পথ ভুলে বহুদূরে
কেউতো জানবেনা





Zooel Ft. Elita - More Jai | Lyrics

জুয়েল Featuring এলিটা - যেন মরে যাই


যেন মরে যাই, যদি না থাক তুমি পাশে
সব ভুলে যাই, যদি তুমি থাক খুব কাছে


যেন ফিরে পাই, জীবনের স্পন্দন
ভালোবেসে যখন জড়িয়ে ধর আমাকে

ভালোবেসে যখন জড়িয়ে ধর আমাকে


কেন এমন হলো জীবন আমার
তুমি ছাড়া পৃথিবী কষ্টে একাকার

যেন মরে যাই

তোমাকে ভুলে থাকার , কষ্টটা প্রকট
ভুলে কভু ভুলিনা তোমায়
যত কাছে আস তুমি , খুঁজে পাই যেন আমি , ধূসর মরুর বুকে জলেরই আধার

Arfin Rumey & Nancy - Chithi | Lyrics

আরফিন রুমি এবং নান্সি - চিঠি

ছবি - এইতো ভালবাসা


বাতাসে কান পেতে থাকি , এই বুজি ডাকছ তুমি
আকাশে চোখ মেলে থাকি, এই বুজি পাঠালে চিঠি

একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম, তুমি যে আমার

একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম (প্রিয়তমা), তুমি যে আমার


তোমায় ছাড়া জীবন আমার, জীবন সেতো নয়
তোমায় নিয়ে অনন্তকাল বাচতে ইচ্চে হয়

তোমারি জন্য রেখেছি খুলে সপ্নেরী দুয়ার
হৃদয়েরই পাতায় পাতায়. তোমারি নাম লিখা
তুমি ছাড়া, পৃথিবীটা, ভীষন একলা একা


Arfin Rumy - Ojhor Srabon | Lyrics

আরফিন রুমি - অঝর শ্রাবন

এলবাম - সাদা মাটা

নীরবে হারায়, এ মন বারে বারে
ধূসর মেঘের কোলাহলে
হয়েছ তুমি দৃষ্টির আড়াল
বৃষ্টি নামে সরোবরে

তোমারি জন্যে, হৃদয় অরন্যে
ঝরে সুধু অঝর শ্রাবন


নির্জনে এই মনে, বর্ষার ছবি আকি
দিনগুলো অনুভবে মেঘ হয়ে ভেসে থাকে


পরবাসী রাতগুলো সুর তোলে অনুরাগে
তারাগুলো নিভে গেছে , তবু আজো স্বপ্ন জেগে আছে

Tahsan Featuring Minar - Shada | Lyrics

তাহসান Featuring মিনার - সাদা কালো


তুমি চাইলে বৃষ্টি, মেঘ-ও ছিল রাজি
অপেক্ষা সুধুই বর্ষণের
মাতাল হাওয়া বইছে, দুরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহ্বান

সাদা রঙের স্বপ্নগুলো দিলোনাকো ছুটি
তাইত আমি বসে একা
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাস্ফুলগুলো সব ছন্নছাড়া,

ছন্নছাড়া

- - - - -


তুমি চাইলে জোসনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা
চাদটা বলবে হেসে, জোসনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা

Habib Featuring Nancy - Bhalobasha Odhora | Lyrics

হাবিব Featuring নানচি - ভালবাসা অধরা


ভালবাসা অধরা, মেঘলা আকাশ
সৃতির বৃষ্টিতে দুচোখের অবগাহন
ভালবাসা, ভালবাসা হৃদয়ে দুখেরী বহন

সুখেরী প্রজাপতি মনেরি আঙ্গিনায় উড়ে
চাদেরী শিশির কনা , আধারের উঠোনে ঝরে
একাকী বেদনায় জোনাকির হৃদয়ের দাহন



প্রেমেরি অনুভুতি , আবেগী মৌনতায় বিভোর
মায়াবী ফাগুনগুলো বিষাদী শ্রাবনে ধূসর
বিবাগী এ মনে বিরহের সাথে কহন

Fuad - Ektai Amar Tumi | Lyrics

ফুয়াদ - একটাই আমার তুমি


একটাই আমার তুমি কেন বোঝনা ?
তুমি আমার (তুমি আমার) হৃদয়ের প্রাণ প্রতিমা

একটাই আমি যে তোমার চেয়ে দেখনা
আমি তোমার ( আমি তোমার) রোদেলা দিনের শান্ত ছায়া
এ মন মন্দিরে, তুমি আমার পার্থনা
এ বদ্ধ ঘরে , তুমি দখিনা হাওয়া (হাওয়া)
একটাই আমার তুমি কেন বোঝনা ?
তুমি আমার (তুমি আমার) জীবনের প্রাণ প্রতিমা

প্রতি রাত ভাবি বলব তোমায়, বলা হয়না
কে কখন কিভাবে কার দোষে কেউ জানেনা
চল সব দিধা ভুলে খুলি মনের জানালা

একটাই আমার তুমি কেন বোঝনা ?
তুমি আমার (তুমি আমার) হৃদয়ের প্রাণ প্রতিমা

দিন চলে যায় সুখের আশায়, সেত আসেনা
আসবে কেমনে যদি বন্দী করে রাখো তারে কেন বোঝনা
চল সব দিধা ভুলে খুলি মনের জানালা
একটাই আমার তুমি কেন বোঝনা ?
তুমি আমার (তুমি আমার) হৃদয়ের প্রাণ প্রতিমা
একটাই আমি যে তোমার চেয়ে দেখনা
আমি তোমার ( আমি তোমার) রোদেলা দিনের শান্ত ছায়া
এ মন মন্দিরে, তুমি আমার পার্থনা
এ বদ্ধ ঘরে , তুমি দখিনা হাওয়া
একটাই আমার তুমি কেন বোঝনা ?
তুমি আমার (তুমি আমার) জীবনের প্রাণ প্রতিমা

Tausif - Somoy Jeno Ar Katena | Lyrics

তউসিফ - সময় জেনো আর কাটেনা



চাদটা কেন আজ মেঘে ঢাকা
বয়ে চলা সময় থেমে একা
সময় জেনো আর কাটেনা
ভালবাসা তুমি নেই বলে
সময় জেনো আর কাটেনা
চাদটা কেন আজ মেঘে ঢাকা
বয়ে চলা সময় থেমে একা

হটাত করেই নিজের ছায়ায় তোমাকে খুজি
এক ছায়ায় কত লুকোচুরি মনে আছে কি?
নোনা জল রাখা এই সৃতির আচলে
কুয়াশায় ঢাকা আমি ভেজা চাদরে
ভালো লাগেনা, ভালো লাগেনা

বহতা সৃতি থমকে গিয়ে নিঝুম আবেগে
চোখ বুজলেই মন চেয়ে যায় অবুঝ চাওয়াতে

নোনা জল রাখা এই সৃতির আচলে
কুয়াশায় ঢাকা আমি ভেজা চাদরে
ভালো লাগেনা, ভালো লাগেনা

Hridoy Khan Featuring Sonya - Dirghoshash | Lyrics

হৃদয় খান  Featuring সোনিয়া - দীর্ঘশাস


ভেবে নেব দির্ঘশাশে তুমি থাক
তবুও বিস্সাশে ছবি একো
জেনো ভালবাসি পাওয়া না পাওয়া তবুও


ভেবে নেব স্বপ্ন শেষে তুমি আস
তবুও কষ্ট ভুলে একটু হেসো

স্বপ্ন দ্বীপ জানি তীর থাকেনা নিরবধি তা বয়ে চলে
বিরহের মিথি বর্ষা মানেনা মিথিলা মন ভাসে অশ্রু জলে
জেনো ভালবাসি পাওয়া না পাওয়া তবুও


সব রাতে জানি চাদ ওঠেনা আলো জালে  তা অন্য কোথায়
নির্ঘুম দু চোখ রাত্রি জাগেনা , আমি  অমিমাংসিত স্বপ্নের কথা বলি 

Tausif - Dure Kothao | Lyrics

তউসিফ - দুরে কোথাও


দুরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসনা ছুটে
তুমি এলে রংধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এ মনের অহলাগ আসনা ছুটে ...

অনুরাগে ঝরে চাদ-ও আজ , এ লগনেও এলেনা
অনুভব নিশ্চুপ আজ, কথা যে বলেনা
ভালো যদি বাসো তুমি আমাকে 
ছুটে চলে আসনা

দুরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসনা ছুটে



নীল আচল, নির্মল হাওয়া  , এ লগনেও এলেনা
অচেতন থাকে মন, নিস্প্রান যত ভাবনা
দুরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার, দুচোখ নির্বাক আসনা ছুটে
তুমি এলে রংধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এ মনের অহলাগ আসনা ছুটে ...

Tausif - Brishti Jhore Jay | Lyrics

তৌসিফ - বৃষ্টি ঝরে যায়


বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে
সখিগো নিলা না খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখিগো নিলা না খবর মনেতে

তোমারো চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর আমাকে মনে করে সারাটি বেলা
যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি ভুলে কি গেছ সব হৃদয়ের কথা
বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে
সখিগো নিলা না খবর যতনে

তোমারো চোখে কি দিন কাটে বছর হয়ে হীম ঝড় বয়ে যায় সারাটি বেলা
যত মিনতি থাকে , করেছি তোমাকে আমি , আসনি ফিরে , আছি একা
বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে
সখিগো নিলা না খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখিগো নিলা না খবর মনেতে

হাবিব - দিন গেল - Remix / English version | Lyrics

হাবিব - দিন গেল - Remix


i am standing by with river and water's going slow 
i saw my face in the sudden water and feel lonely without you

o. . . you only live in my imagination what can i do ???

যার  লাগি  তরী  বেয়ে  যাই 
জীবন  গতির  সেই  জনা  কি  রেখেছে    খবর ?
কার  তরে  গান  গেয়ে  যাই 
অচেনা  সুরে  বুজি  না  কেবা  আপন  কেবা  পর 
যার  কথা  কথা  মন  ভেবে  যায় 
যার  ছবি  মন  একে   যায় 
যারে  হায়  এ  মনে  চায় 
জীবনে  পাবো  কি   তার  দেখা ?

সহে  না  যাতনা  তোমার   আশায়  বসিয়া 
মানেনা  কিছুতেই   মন  আমার  যায়  যেই  কাদিয়া 
পুড়ি  আমি  আগুনে  ও 
দিন  গেল  তোমারো   পথ  চাহিয়া 




Balam - Aajhor Brishti | Lyrics


Song - Aajhor Brishti
Artist - বালাম


ভেজা সন্ধা , অঝর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদল ঘিরেছে আকাশ , বইছে বাতাস
আড়ালে দাড়িয়ে তুমি আর আমি
হয়নি বলা কোনো কথা
শুধু রয়েছে অনুভূতি

হালকা আধার দিয়েছে ঘিরে
আবছা আলো নিয়েছে ছুয়ে
অল্প করে হোকনা সুরু
ভালবাসা এখনো ভীরু

হয়নি বলা কোনো কথা

শুধু রয়েছে অনুভূতি

ডাকছে সময় পিছু
বলবে কি মন কিছু
নিবিড়ে এই ভালবাসা
জোরালো কিছু আবাস

হয়নি বলা কোনো কথা

শুধু রয়েছে অনুভূতি

ভেজা সন্ধা , অঝর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদল ঘিরেছে আকাশ , বইছে বাতাস
আড়ালে দাড়িয়ে তুমি আর আমি
হয়নি বলা কোনো কথা
শুধু রয়েছে অনুভূতি

T. W. SHOINIK- Tumi Amar Ghum

T. W. SHOINIK


তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা .ও .ও .ও

আমি বৃষ্টি চায় অবিরত মেঘ ,তবু সমুদ্র চোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা

তুমি আমার খোলা আকাশ কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানিনা .o.o.o
তুমি আমার ঘুম .............................

ভালবাসা জলের মত .দুহাত যেন ভরেনা
প্রিয় মুখ তারার মত ,দুচোখে গোনা যায়না
তুমি আমার খোলা আকাশ কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানিনা .
তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা
তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা .

Balam & Julee - Valobasar Utsob | Lyrics

বালাম ও জুলি - ভালবাসার উত্সব


রাতের চোখে দেখো চেয়ে, জোছনার অভিপ্রায়ে
নিশাতুর মন আমার, খুজছে তোমায়
শুন্যতা বুকে নিয়ে, মৌনতা ভেঙ্গে দিয়ে
একাকীনি মন আমার, ডাকছে তোমায়
এসনা এ অনুভবে, ভালবাসার উত্সবে
রুপালি মন মাতাল, হবে বিমুঘ্দতায়

ভাবছ কি রাত জেগে জেগে, অচেনা কোনো আবেগে
কাপছে কি থর থর, খুব অজানায়
আকচ কি ফুল রং তুলিতে, মন উদাসী ক্ষণ গুলিতে
কখনো কি বুক জুড়ে , ঝড় বয়ে যায়
এসনা এ অনুভবে, ভালবাসার উত্সবে
রুপালি মন মাতাল, হবে বিমুঘ্দতায়


শুনছ কি শুন নিরবতায়, অজানার ডাকে হারাবার
বসছ কি নীল চেয়ারটাতে, ঝুল বারান্দায়
দেখছ কি বিমূর্ত ছায়া, অন্ধকারে অন্য মায়া
ভাবনা কি দূর দেশে, হারিয়ে যায়
এসনা এ অনুভবে, ভালবাসার উত্সবে
রুপালি মন মাতাল, হবে বিমুঘ্দতায়

Balam Ft. Julee - Sukh Pakhi | Lyrics

বালাম Feat. জুলি - সুখ পাখি



এক চোখে আকাশ আমার, অন্য চোখে শুন্যতা
কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা
এক চোখে আকাশ আমার, অন্য চোখে শুন্যতা
কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা

এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি ?

দিনের টানে দিন যায়, রাতের টানে রাত হারায়
কখনো কি দেখা হয় রোদ আর জোছনার ?
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি ?

চায়ের কাপে সংশয়, চুমুক দিয়ে যায় সময়
মুখোমুখি কথা নেই, স্বপ্নে না পৌছে
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি ?

এক চোখে আকাশ আমার, অন্য চোখে শুন্যতা
কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি ?

Balam - Premer Dhun | Lyrics

বালাম - প্রেমের ধুন

এলবাম- বালাম ২

একাকী মন আজ নিরবে, বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোজে ঠিকানা, আকাশে মেঘ মানে বোঝো কিনা ?
বিরহ নিলে নিলে বাধে বাসা, অজানা বেথা
অধরা তারাগুলো কাদে বেদনায়, খেয়ালী তুমি কোথায় ?

দিনের আলোর শেষে . যখন রাত নামে
তোমাকে খুঁজে পাই, আধারের শিরোনামে

নিখাদ চোখের কোণে, অথৈ শুন্যতা
ভাবনার বন্দরে, চাদ জাগে অপূর্ণতা

Balam Ft. Julee - Meghla Akash | Lyrics

বালাম Featuring জুলি - মেঘলা বিকেল

এলবাম - প্রেম শিকারী


baby i am sorry

তুমি চলে যাবে ভাবলেই মনটা মেঘলা বিকেল
তোমার ছলা-কলা দেখলেই মনটা প্রেমের আকাশ
তোমার ওই ছুটে চলা, ফাগুনের মাতাল হাওয়া
হয়ে যাই পাগল পারা, মন আমার দিশেহারা

তপ্ত চৌচির বুক তৃষ্ণার জল চায়, চৈত্রের খরা দেখি যেদিকে তাকাই
বুকেতে মরু ঝড় তুমি কাছে ডাকলেই
বৃত্ত শুন্য সব তুমি নেই ভাবলেই

স্বপ্নের জোয়ার আসে ভাসিয়ে দু কুল
আমার উঠোন জুড়ে আশার মুকুল
আমার আচলে তুমি ধরা পড়বেই
জানি তৃষ্ণার জল নিতে তুমি আসবেই

Balam - Bhoboghure | Lyrics

বালাম - ভবঘুরে

এলবাম - প্রেম শিকারী

ভবঘুরে এ মন , ক্লান্ত যখন
এ রোদ এ বৃষ্টি যখন তখন
আষাড় শ্রাবন ঘোর ঘন বর্ষায়
জানিনা মন কখন কি যে চায়
এলোমেলো ছুটোছুটি নেই বিরতি নেই ছুটি
মনের দারুন বর্ষায় দখিনা বাতাসে মনটা হারায়
এ মনটা শোনেনাত কথা, বোঝেনা, মানেনা সে কোনো বাধা, অকারণ এ মনটা মেঘলা গৌধুলি বিকেল তবু কেন চঞ্চল কিসের নেশায়



মাতাল হাওয়ায় উদাস এ মন যখন, মনেতে শ্রাবন ধারা জল টলমল
অকারণ মেঘ রোদ্দুর মন অভিসারী
সারাবেলা অভিমান সুধু লুকোচুরি


মাঝে মাঝে নিজেকে অচেনা লাগে
মনটা আনমনা সকাল সাঝে
হটাত জোয়ার ভাটা লাগে মনে ভয়
জানিনা মনের ভুলে কোন ভুল হয়

Balam - Ek Mutho Roddur | Lyrics

বালাম - এক মুঠো রোদ্দুর

এলবাম - বালাম (সলো)


এক মুঠো রোদ্দুর হাতে
এক আকাশ নীল
আজ তোমার জন্য বাস্ত শহরে
চলছে ভালবাসার মিছিল

সুধু তোমার জন্য
প্রেমের জোয়ারে ভাসলো দু কুল

রাতের আকাশ জাগে
তারার চাদরে
বৃষ্টি ভেজা বাতাস বহে
রাতের আদরে
পাহাড়ে পাহাড়ে ফুটল বনফুল

পিচ ঢালা পথে রাঙালো
কৃস্নচুরা ফুল
তুমি আসবে বলে
সাজলো পথ

অকুল আমার এ প্রাণ হলো বেকূল





Fazlur Rahman Babu - Nithua Pathare






নিথুয়া পাথারে (মনপুরা)
কণ্ঠ : ফজলুর রহমান বাবু

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই ।।

চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ ।
অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ ।
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর ।।

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই ।।

Rafa Featuring Topu - Bondhu | Lyrics



রাফা Featuring তপু - বন্ধু



পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক
সবাই বলে করছ ভুল আর তোরা বলিস ঠিক
তোরা চিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি
বন্ধু . .. বোঝে আমাকে
বন্ধু . .. আছে , আর কি লাগে?


সু-সম্পর্ক , দুস্যম্পর্ক , আত্তীয় - অনাত্তীয়, শত্রু- মিত্র, রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়
সৎ-অসৎ দুরের কাছে বৈধ-অবৈধ
হাজারও এসব সম্পর্ক ভাঙ্গে , থাকে বন্ধুত্ব



কিছু কথা যা যায়না বলা কাউকে , কিছু কাজ যা যায়না করা সহজে
কিছু আচরণ মানে না কেউ সামনে, কিছু জায়গা যায়না যাওয়া , যাইলেই সবি হয় যদি তোরা থাকিস সেখানে


Recall - Etota Bhalobashi | Lyrics



Recall - এতটা ভালোবাসী

যখন নিঝুম রাতে সবকিছু চুপ
নিস্প্রান নগরীতে ঝিঝিরাও ঘুম
আমি চাদের আলো হয়ে তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটাই ভালোবাসী . .

একই অপরুফ সুন্দর তার স্বপ্নের বর্ষার রাতে, আমি ভিজে ভিজে আমি মরি, মিছে নগ্ন প্রভাতে দেখি ভীষন অন্ধকার মাঝে আলো ছায়া, তার নুপুর বাজে , আমি যে
ভেবে ভেবে এসে ভরিত

আমি সুর্যের আলো হয়ে তোমার চলার পথে ছায়া হয়ে তোমায় দেখি




Fuad ft. Tapu - Meye | Lyrics








ফুয়াদ Featuring তপু - মেয়ে



একা বসে আধারে আমি যে আজ ভেবে যাই
কিছু বলে বোঝা চোখ ঘড়ি দেখি তবে তাই . .
মেয়ে তুমি এখনো আমায় বন্ধু ভাব কি ?
কখনোকি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি ?
নাকি ভেবে নেব আজো তুমি আমায় চেনোনি ?

ভালো লাগেনা তোমায় এ কথা বলেছি বারে বারে বার
তোমার মন ভেঙ্গে যাবে ভেবে হেসেছিলাম আমি আবার
সবি ছিল ভালবাসা বুঝলেনা বুঝলেনা
বুঝতে যদি দেখতে আমায় লাগছে অচেনা

হাসছি আমি বলছি কথা ভাবছ দেখিনা তোমায়
তুমি আমার হৃদয় আর দূর থেকে তাকিয়ে দেখা
ক্ষনিকের বন্ধুরা যখন আর থাকবেনা ,
খুঁজে দেখো পাবে আমায় আমি সেই চির চেনা


তুমি আমি দিয়েছি পাড়ি দুজনে এপাড় ওপাড়
সবি আমার স্বপ্ন আর সুখের ছবি কল্পনার
জানি তুমি আমায় এখনো চিনতে পারনি
ভালোবেসে ডাকবে যখন আসব তখনি

Hridoy Khan - Vebe Vebe Boli | Lyrics


হৃদয় খান - ভেবে ভেবে বলি


ভেবে ভেবে বলি
বন্ধ দু চোখের, নিভু নিভু কালোয়
যে আলোয় ভেসে আস তুমি
মনে হয় মিশে যাই তোমার আরো কাছে
যদি যাও চলে তুমি ঝড়িয়ে বলব যেওনা
ভেবে ভেবে বলি . . .

সে বারের মত করে এবারো ফিরে চাও
পাগল কর আবার আমায়
ঝেড়ে ফেল অভিমান ছুয়ে দেখো এই প্রাণ
দেখবে তুমি যে তোমায় . . জানো কি ?
ভেবে ভেবে বলি , ,


দিন সুধু চলে যায় . . .তবু কিছু থেকে যায়
যে কিছুতে থাক তুমি
চোখ ছুয়ে বলে যাও, ভালবাসা নিয়ে দাও
এই রাতে নিরবধি, নেবে কি ?


Fuad ft. Kona - Borosha










বরষা
শিল্পীঃ কনা
কথাঃ শাহান কবন্ধ
সুরঃ ফোয়াদ নাসের বাবু
সঙ্গীতঃ ফুয়াদ

মেঘের গায়ে, নূপুর পায়ে, নাচে বরষা
বৃষ্টি কি তার ছন্দ জেনেছে
শ্রাবণ কি তার মন্ত্র বলেছে

দু'হাত তুলে কোমল সুরে
ডাকে কুয়াশা ভেজে বরষা

চোখে কি তার ছায়া ফেলেছে
হৃদয়ের কাছে ছোঁয়া মিলেছে
কাজল দীঘির ক্লান্ত বধির
তুলেছে কি ঢেউ
সুরের মায়ায় কোমল ছায়ায়
দেখেছে কি কেউ

মনে কি তার আগল খুলেছে
আধারের পাশে মূর্তি গড়েছে
ঢেউয়ের তালে বানের জলে
মেশে মোহনায়
ছন্দ তালে নদী ভিজে যায়।

Category:

Tahsan - Prematal



তাহসান - প্রেমাতাল

এলবাম - ক্রীতদাসের নির্বাণ


এযেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই
এযেনো ভীষন আক্ষেপ আমার আমি দীক্বিজয়ী নই
সুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে
রব সারাটি জীবন তোমায় নিয়ে
কোনো এক নিস্সঙ্গ রোদেলা রাতে দেখেছি
প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি
কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে
কড়া নেড়েছি তোমার হাতের ঘরে
কিছু অর্থহীন শব্দ গুনে ডেকেছি তোমায়
প্রেম তুমি কোথায় ??

আ-আআ-আআ-আআ-আআ-আ



বিন্দু আমি তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর সুধু তুমি আছ
মাতাল আমি তোমার প্রেমে , তাই অর্থহীন সবি যে প্রেম লাগে

প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো
বৃথাই জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো
ভেবে ছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন
প্রেম নিয়ে মাতামাতি সুধু আলিক্কেতন
কেন তুমি শোনালে সেই দুষ্ট হাসি
কেন দূর আলাপনের সেই মিষ্টি কবিতা
কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি
কেন দূর আলাপনের সেই মিষ্টি কবিতা


আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি প্রেম আছ
কাদতে পারছিনা আমি
ই-ইই-ইইই-ইইই-ইইই-ই

বৃহস্পতির বলয় ঘিরে
শনিতে আজ আমি পৌছে গেছি
তোমার প্রেমে পাগল হয়ে - পাগলামির ভাব-সম্প্রসারণ করেছি



Krishnokoli - Jao Pakhi Bolo Tare







কৃষ্ণকলি - যাও পাখি বল তারে


সোনার পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম নারে
যাও পাখি বল তারে , সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক, মনে রেখো এই আমারে
বুকের ভেতর নোনা বেথা
চোখে আমার ঝরে কথা, এপাড় ওপাড় তোলপাড় একা

মেঘের উপর আকাশ উড়ে
নদীর ওপাড় পাখির বাসা
মনে বন্ধু বড় আশা

যাও পাখি যারে উড়ে, তারে কয় আমার হয়ে
চোখ ঝলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দুরে
যাও পাখি বল তারে , সে যেন ভোলে না মোরে


Topu & Anila - Ek Paye Nupur




তপু ও আনিলা - এক পায়ে নুপুর


এক পায়ে নুপুর আমার
অন্য পা খালি
এক পাশে সাগর , এক পাশে বালি
তোমার ছোট তরী বল
নেবে কি ?

বলবনা আকাশের চাদ এনে দেব
বলবনা তুমি রাজকন্যা
সুধু জিগ্গেস করি দিবে কি পাড়ি হোক যত ঝড় বন্যা
আমার ছোট তরী বল যাবে কি ?

নয় মিছে আশা, নয় সুধু ভালবাসা
নয় অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি আমি
আমাদের তরী আজো বায় এক বন্ধুত্ব
তোমার ছোট তরী বল নেবে কি ?

চাদের আলো যদি ভালো লাগে
কাল হয়ে যায় ঝাপসা
তোমার এ তরী যদি চলে যায় ফিরে আর আসবেনা
যত ভালোবাসী তারে
দুরে রয়ে যাব, তত আমি জেনেছি


এক পায়ে নুপুর তোমার
অন্য পা খালি
এক পাশে সাগর , এক পাশে বালি
তোমার ছোট তরী বল
নেবে কি ?



Bappa Mazumdar - Din Bari Jay





বাপ্পা মজুমদার - দিন বাড়ি যায়

এলবাম - দিন বাড়ি যায়

দিন বাড়ি যায়, চড়ে পাখির ডানায়
যদি না হয় কথা, জমে নিরবতা !
তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক
যেতে পথে আজ এইটুক বলি
যত দুরে যাই, জানিনাতো কবে
জেনে রেখো সুধু, ফের দেখা হবে !!


নদীরা বাধন হারা
আকাবাকা ছুটে যায়
সব নদী যেন তবু মিলবে মোহনায়
আমার ও নোঙ্গর বাধা
তোমার এ সে সীমানায়

মেঘেরা ছন্ন ছাড়া
নীলিমায় ভেসে যায়
জল হয়ে তবু যেন ঝরবে বর্ষায়
এই নিয়তি বাধা
তোমারি সেই আঙ্গিনায়



Fuad ft. Shanto - Tomake vebe lekha







ফুয়াদ Featuring শান্ত - তোমাকে ভেবে লেখা

Album - variation no 25


মন ভালো নেই , বারে বারে মনে হয়
তুমি পাশে নেই, ভাবি ধুর যাই কেন কাটেনা সময় ??
সাতটি রঙ্গে তোমাকে খুঁজে বেড়াই
বৃষ্টি শেষে দেখা না পেলে বড় অভিমান হয়

রাতে কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ, নিঃস ভেবে যাই
ভালোবাসী তোমায় এতটা

তোমার হাসিতে হাজার ফুল ফুটে যায়
তুমি না আসলে হাসবে কে আমার বাগিচায় ?
তোমার জন্য বেদনার গান লিখেছি
বুকে সব সৃতিগুলো এক করে সুর বেধেছি

মনে একটাই সুখ, আমাকেও খুব ভালোবাসো তুমি তাই
ভালোবাসী তোমায় এতটা !!

জানি তুমি ভালো নেই আমায় একা রেখে
ভিশন কষ্টে আছ আমাকে না দেখে
কতদিন দেখিনি তোমার মুখ খানি
ক্ষনিকের জন্য থাক আর যেখানে


ফেলে তুমি আসবেই আমার এ জীবনে কারণ,
ভালোবাসো আমায় এতটা !



Topu - Mon Valo Nei







তপু - মন ভালো নেই


মন ভালো নেই
বলনা কিছুতেই
তবু বুজে নেবে কে আছে (কে আছে )

দেখো কেউ কাছে নেই, তবু তুমি এগুবেই
ভাঙ্গা পথ সাথী কে হবে ?
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে, আমি তারাময়
যদি কখনো ছুয়ে দিতে ইচ্চে হয়
সাগর হয়ে আজ জড়াবো তোমায়


কে বল কে , দেখাবে পথ তোমাকে
যদি যাও হারিয়ে এ শহরে


হাওয়াতে এলো চুল , মুখে এসে পড়ে
যদিনা থাকে তা, কে সরাবে ?



Topu - Ekta Gopon Kotha




তপু - একটা গোপন কথা


একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার ?
একবার শুনে ভুলে যেও বারবার, ভুলেও কাউকে বোলোনা আবার
মুখে ভালোবাসী না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই
এতদিন ছিল সাধারণ তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে
মন, আধারের নীলিমায়
তোমাকেই আজ খুজতে চাই
জানিনা (জানিনা) কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়


ভেবেছি তাই এবার, যা কিছু হবে হবার হোক তবু করি স্বীকার
পরাজয় মেনে নিয়ে সব কিছু বলে দিয়ে চাইব আমার অধিকার
কপালে যা আছে লিখা , মনে যদি পাইও বেথা , দেখে নিব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয় এই ভালো আছি এই বেশ

প্রতিদিন এ গলি ওগলি তে ঘুরোঘুরি কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাকা করে চুল বাধে প্রেম করে দেখো ছেলেটাও পড়ে ফুল হাত শার্ট
এই দেখে হাসাহাসি, গানটাকে ভালোবাসী , এই ভালো আছি সপ্ন আবার
কখনো বুজিনি যে তা এটা ছিল সূচনা , আছে বাকি সপ্নের উপসংহার




Tahsan - Amar Ei Adhar




তাহসান - আমার এই আধার
এলবাম - আমার পৃথিবী

আমার এই আধার, আমার কবিতা
সময়ের পাতায় যা লিখে চলি,
ছিল সবি তোমারি , আছে আজো তোমার
আধারের নির্জনতায়
এই নিজুম রাতে একা আমি জানালার পাশে দাড়িয়ে,
চিৎকার করে বলতে চাই তোমায় আমি,
ভালোবাসী
সুধু তোমায় ভালোবাসী
এ . . এখনো
সুধু তোমায় ভালোবাসী



আমার এই ভোরের আলোয় ছুটে চলা
সুধুই কল্পনায় চুতে চাওয়া
তুমি রাতের আধার ঘিরে এলে, তুমি আমার ভোরের আলোয় পাওয়া
অন্তহীন এ পথে

এই ভোরের স্তব্ধতা ভেঙ্গে দিয়ে লাল আকাশে চির ধরিয়ে

Category:


Fuad Ft. Sumon & Anila - Gaibona




ফুয়াদ Featuring সুমন ও আনিলা - গাইবোনা


দিয়েছিলে যা নিয়ে নিতে পারো
লেখা কবিতা গাওয়া গান যত
খুঁজে দেখো না , পাবেনা কেউ আমার মত
মুছে দিওনা সুধু হৃদয়ও ক্ষত


গাইবোনা আর কোনো গান তোমায় ছাড়া
লিখবনা আমি আর তুমি হীনা কবিতা


নিজেকে আমি বুজিনি কখনো
ছিলেনা যখন , আসনি তখনও
এলে শেখালে অজানা যা ছিল
আমার মাজেই আজ আমি আলোকিত

(গাইবোনা আর কোনো গান তোমায় ছাড়া
লিখবনা আমি আর তুমি হীনা কবিতা)


Fuad ft. Topu - Shei Je Tumi



ফুয়াদ Featuring তপু সেই যে তুমি



দূরেতে দাড়িয়ে
আড় চোখে আমাকে দেখে
নয় হাত বাড়িয়ে
চোখে ভাষাতে টানে
বলেনাত কিছু, তার গলাটাও নিচু বলে
ইশারাতে কিছু যা বোজা বড় দায়

হাতটাকে নাড়ে ,লুকিয়ে আড়ালে , বুজেছি যা বুজার সে ভালবাসে আমায়
হমম আমায় ... হমম আমায়


যতই খোজ তুমি (যতই খোজ তুমি ) তাকে খুঁজে পাবেনা
সুধু জেনো সে আছে , একদিন ধরা দেবে জানো কি তা ?
আসবে সে কাছে , ভালবাসা নিয়ে , মেঘের ভেলায় চড়ে
অথবা পায়ে হেটে, জমানো বেথায়, চেপে রাখার কথা, বলে দিও তুমি সব এক নিমিষেই

সে আছে মনেতে , বারে বারে দেখা দেয়
বলেছি তাকে , যত টুকু বলা যায়
সারাক্ষণ ভাবি, আর নেই কোনো দাবি, একবার দেখাতেই আমি বুজেছি
প্রতিদিন আমি যাকে স্বপ্নেতে দেখি আর কেউ নয় , সেই যে তুমি
তুমি, তুমি




Hridoy Khan ft. Parvez - Jabi Jodi



হৃদয় খান Featuring পারভেজ - যাবি যদি

যাবি যদি উড়ে দুরে নীল অজানাতে , মনে করে আমায় মনে রেখে
কখনো পূরাবেনা সে গতিহীন পথে একটু কেদে সুধু পিছু পিরে
হায় ভালোবেসে রেখে যা এ মনের গহীন বাসনা
যা আছে তোর দেয়া


জোনাকির প্রদীপ থাকবেনা
সেখানে তোর মন বসবেনা
হারিয়েই শেসে হায় সব কিছু
ফেরাবার কিছু আর থাকবেনা


ও বহুদূর হয়েছে যাওয়া
ফিরে আয় বলি এ চাওয়া
কিছুক্ষণ বসে ভুলে যা
নিয়ে যা কিছু কল্পনা

Category:


Champa Banik - Mon Shudhu Tomake Chai




চম্পা বনিক - মন সুধু তোমাকে চায়

এলবাম - না বলা ভালবাসা


রাতের জোসনায় ভিজে আমি , তোমারি পরশ খুঁজে বেড়াই
ওই নীল জোনাকির কানে কানে, না বলা কথা বলে যাই
রয়েছ দুরে, তবুও মিশে এ মনেরি গহিনে
এলবাম - না বলা ভালবাসা
আধো আধো রাতের ছায়ায়, আলতো আলতো স্বপ্ন মায়ায় মন সুধু তোমাকেই চায়

চেয়েছি তোমাকে
বৃষ্টি ধারার দু চোখে , চেয়েছি তোমাকে
পাবো কি পাবোনা ভেবে হই আনমনা
মন সুধু তোমাকেই পেতে চায়

তারা ভরা আকাশে
খুঁজে ফিরি তোমাকে
জানো কি তুমি তা ?
কত যে কবিতা
তোমাকে নিয়ে রোজ লিখে যাই



Fuad ft. Mila - Shukno patar nupur | Remix




ফুয়াদ Ft. মিলা - শুকনো পাতার নুপুর


এলো চুলে আমি আলতো পায়ে হাটি যখন
গহীন বনে মোর প্রজাপতিদের রকম
মাতাল বাতাস আমার গানে গানে দেয় ইশারা
দুষ্ট চাতক খেয়া ঘরের স্পর্শে নরম
ছায়াঘেরা অনন্যতা , চির হরি চোখে বিহ্বলতা
ভালবাসা বহিনতা মায়া নিবুবনে প্রেম-বার্তা
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়


বিভোর সুখে প্রকৃতির রূপ অপলক সব চেয়ে রয়
সন্ধের মৃদু ছন্দে আমার হৃদয়
শিশিরের ক্ষীন শব্দ ফেলে অবলা যত বিষাদময়
অমৃত সুধা হবে পেয়ালায়





Indian Bangla - Bhole na




ভো্লে না--ভো্লে না
ভো্লে না -----

সাথী ভালবাসা মন ভো্লে না
সাথী ভালবাসা মন ভো্লে না

ও-- কখনো চলার পথে দুটি পথ
মিলে যায়
কখনো এভাবে তারা দুটি দিকে চলে
যায়
মন তবু সাথে চলে না

সাথী ভালবাসা মন ভো্লে
না
সাথী ভালবাসা মন ভো্লে না

ভো্লে না--
ভো্লে না--ভো্লে না

ভালবাসা নয় জানি দুদিনের খেলাঘর
তবু ঢেউ ভেঙ্গে যায় হৃদয়ের বালুচর

ভালবাসা নয় জানি দুদিনের
খেলাঘর
তবু ঢেউ ভেঙ্গে যায়
হৃদয়ের বালুচর

এত প্রেম নিয়ে বুকে
দূরে আছি কোন সুখে ?
-
এত প্রেম নিয়ে বুকে
দূরে আছি কোন সুখে ?

সেই কথা মন বলেনা

সাথী ভালবাসা মন ভো্লে
না
সাথী ভালবাসা মন ভো্লে না
দুদিনের পরিচয় থেকে যায় মনে
মুছে নাতো কিছু সৃতি কখনো এ জীবনে

দুদিনের পরিচয় থেকে যায়
মনে
মুছে নাতো কিছু সৃতি কখনো
এ জীবনে

বুকে নিয়ে সেই ব্যথা
মনে পড়ে তার কথা
-
বুকে নিয়ে সেই ব্যথা
মনে পড়ে তার কথা

প্রেম তবু ফিরে চলেনা

সাথী ভালবাসা মন ভো্লে না

সাথী ভালবাসা মন ভো্লে না
ভো্লে না--ভো্লে না
ভো্লে না -----ভো্লে না--ভো্লে না

Konika - Tip tip bristi




কনিকা | টিপ টিপ
বৃষ্টি



টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে

গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে

সে কি জানে ? তার জন্য
মন আমার ভাল নেই
যারে যা মন তারে বলনারে

টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে

গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে

সাদা কালো সপ্নটাকে
আর ভাল লাগেনা


আনমনা পায়েলে আর সুর
সাজেনা

কোথায় যেন খুজি রঙ ধনু
ঠিকানা

যারে যা মন তারে গিয়ে
বলনারে
টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে

গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে

মেঘ পানে চেয়ে থাকা ব্যাকুল
আখিতে

মৌন নিয়ে মনের
ভেতর বন্ধু বিহনে

কোথায় যেন ডাকে আমায়
রোদ দুর্দিনে

যারে যা মন তারে গিয়ে
বলনারে

টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে
গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে

সে কি জানে ? তার জন্য
মন আমার ভাল নেই
যারে যা মন তারে বলনারে

টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে


গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে

Fuad ft Kona | Shuvro Tushar




কথা-উপল
সুর-ফুয়াদ
সঙ্গিত- ফুয়াদ



শুভ্র তূষার ঝরে পড়েছে ধরায়
কিছু সুখ উকি দিল আমার
আঙ্গিনায়




মিষটি অনুরাগ জমেছে কোথায়
ঠিকানা হারিয়ে গেছে, কোন সীমানায়

নিমিষে বদলে দিলে পৃথিবীর রূপ
হিসেবের জোড়া সাঁকো, অযাচিত সুখ
-----
নিমিষে বদলে দিলে পৃথিবীর রূপ
হিসেবের জোড়া সাঁকো, অযাচিত সুখ

এমন রাতে দুঃখগুলো লুকিয়ে যায়
দূরে
এমন রাতে নিরমল প্রেম সুধু ধরা
পড়ে

এমন রাতে দুঃখগুলো লুকিয়ে যায়
দূরে
এমন রাতে নিরমল প্রেম সুধু ধরা
পড়ে

আমি তাই শুন্য হাতে ডেকেছি
তোমায়
যদি তুমি আসো পাখি হৃদয়ের
খাঁচায় [২]

ফেরাতে চাও হতাশাতে বদলে যাওয়া সব
ফেলে আসা ইচ্চেগুলোর ব্যাথ্য অনূভব [২]

ছূটে যায় মরীচিকায় খুঁজতে তোমায়
যদি তুমি ফিরে আসো এমন ধারনায়


ছূটে যায় মরীচিকায় খুঁজতে তোমায়
যদি তুমি ফিরে আসো এমন ধারনায়


Fuad ft Kona--shopnota dhorte




ফুয়াদ ft কনা-- সপ্নটা ধরতে

ঐ নীলাকাশ চোট্য মানুষ
ছোঁয়ার সপ্ন দেখছেরে

লাল কলমে সেই কাহিনি কেউবা বসে
লিখছেরে [২]

লাফ দিয়ে সপ্নটা ধরতে
আকাশে সবাই ছায় উড়তে [৪]

ঐ নীলাকাশ চোট্য মানুষ
ছোঁয়ার সপ্ন দেখছেরে

লাল কলমে সেই কাহিনি কেউবা বসে
লিখছেরে

তবু, লাফ দিয়ে সপ্নটা ধরতে
আকাশে সবাই ছায় উড়তে [৪]


কেউ আকাশে উঠবে বলে গড়ছে
সিড়ি ঈট দিয়ে ঐ
কেউ দিগন্ত পাড়ে নিছক ফেলছে দেখ
বাশের মই [২]

তবু, লাফ দিয়ে সপ্নটা ধরতে
আকাশে সবাই ছায় উড়তে
[৪]

সপ্নের বল হাতড়ে কেউবা
কাতরে মরে জীবনভর
কেউ ছুটেনা কোনো দিকে ।। কেউ
বাধেনা নিজের ঘর [২]

সপ্নের বল হাতড়ে কেউবা
কাতরে মরে জীবনভর
কেউ ছুটেনা কোনো দিকে ।। কেউ
বাধেনা নিজের ঘর [২]

ঐ নীলাকাশ চোট্য মানুষ
ছোঁয়ার সপ্ন দেখছেরে

লাল কলমে সেই কাহিনি কেউবা বসে
লিখছেরে
লাফ দিয়ে সপ্নটা ধরতে
আকাশে সবাই ছায় উড়তে [৪]

Powered by Blogger.