Fuad feat Mila - Srabon

ফুয়াদ featuring মিলা - শ্রাবন
এলবাম - chapter 2



শ্রাবন  এলে  উদাসী  মেঘ  থাকি  চাঁদের  আলো 
 কতটা  পথ  হাটলে  বল  তুই   বাসবী  আমায়  ভালো 

কত শ্রাবন পার করিলে শরৎ পাওয়া যায়রে চোঁখের
কোণে শ্রাবন এসে হায় দুঃখের নদী বয়রে

শ্রাবন  এলে  উদাসী  মেঘ  থাকি  চাঁদের  আলো 
( কোন আকাশে স্বপ্ন ভাসে কোন আকাশের মন
মনের ভেতর শ্রাবন এসে ভাবায় সারাক্ষণ )


উথাল  পাথাল  মনের  জমিন  শিশির  জমে  
কাশে কত  যোজন  পার  করিলে  মনে  শরৎ  আসে  


আমার  মনের  শ্রাবনে   গহীন  গোপনে  কেন  যে  বিরহে  
দুরে  দুরে  থাকবে   শরৎ  সাদা  মেঘে   কিছু  কিছু 
 আবেশে  এযে  মন  ভেজে  যে   উষ্ণ  আবেশে 


কাছে  কেন  ফুলের  বাকে  কোথায়  খোজ  সুখরে 
 যখন  তোমায়   দিলাম  শরৎ   লুকাও  কেন  মুখরে 


Habib Wahid - Katena Mayabi Raat

হাবিব ওয়াহিদ - কাটেনা মায়াবী রাত


কাটেনা মায়াবী এ রাত কাটেনা

কাটেনা ( কাটেনা )

তুমি হীনা এ রাত কাটেনা


মন চায় কাছে পেতে, তোমাতে আজ মিশে যেতে নির্জনে জোৎসনাতে, এসোনা এ রাতে আমার বাহুডোরে

তোমাকে ভেবে মন লিখেছে কবিতা, জানিনা তুমি কি জানো তা ?
তুমি না এলে হায়, বল না কি উপায়?
কি হবে বল এই জোৎসনায়

তুমি এসোনা কাছে, বসোনা , চল ভেসে যায় সুখের ভেলায়


হাজারো জোনাকি , জলে মিটি মিটি , তোমারো ভাবনায় . .. একাকী
রুপালি আকাশে , তারার পানে চেয়ে , জেগে রই তোমারি প্রতিক্ষায়

Uptown Lokolz - Ai Mama Ai

Uptown Lokolz - এই মামা এই

এলবাম - কাহিনী scene পাঠ
Uptown Lokolz ( ঠিক আছে ভাইয়া) , 2009 পুরা কাঁপা এই
U-P-T-O-W-N Loko (Loko)
U-P-T-O-W-N Loko (Loko)
U-P-T-O-W-N Loko (Loko)
U-P-T-O-W-N Loko (Loko)

আমগো লগে Bigg Spade আছে, তাউরা ছাফা , আর এদিকে Mister Flex আর Black Zang
( এই এই কলা চিকনা ঠিক আছে ভায়া )

ঐ আমি তোর মতনা, তুই আমার মতনা, আমি তোর মত ফাফড় মাইরা কাপড় ছিরিনা
এর লাইগা তুই আছস তুই, আর আমি তুই না
এ গানটা ১০ বার হুনিস , একবার তুই আমার Lyrics বুঝবিনা

পোলাপাইন তাউরা হয়া মামা আমার Lyrics বুঝে , আমার lyrics বুইঝা আমারে আয়া আজিমপুরে খোজে
এসব পেছানো lyrics হুদা Black Zang লেখে
আর পোলাপাইন খারায়া আমার performance দেখে
Hell boys even seventeen evens thirteen mni
নাম গুতাইবার লাইগা তবু আজাইরা কারবার
ঢাকা শহরের প্রত্যেক দেয়ালে ওরা হুদাই spray মারে
এসব দেয়ালের সামনে গিয়া আমি **** খাড়ায় খাড়ায়

it's u to the double ss, a to the i
Black Zang যখন নাচে সব rapper উচরায়
Black Zang এর বাংলা rap এখনতে ঘরে ঘরে চলব
আমগো লগে পোলাপাইন অখন্তে কইবো

এই মামা এই , বাংলা rap চলব নাকি ?
এই মামা এই, তুই ওগো লগতে চলবি নাকি ?
এই মামা এই , আরো কিছু আছে বাকি
এই . .. মামা এই


এইটা আমার চিন্তা , ভাবনা থেকে বাস্তবে পরিনিতি দিছি আমি অস্থির পরিস্থিতি , মন করছি আমি জয়, ছিলনা কোনো ভয়, বুক ফুলায়া চলছি, তাই পোলাপাইন কয় আমি দেশী rap gamer একমাত্র রাজা, তাই আমগো গান হুন, ঘররে বাইরে জোরে বাজা , আমার কথা তোরা বুঝ,, বন্ধ কইরা সব সাজা, মাইপা দেখ আমগো মত আছে নাকি কেউ তোর তাজা
You can derby the game , but the aces right here, when i am on the game , i see all the joker disappear. cause i here gang with my aces spade, and i download my t-lokolz on my side, আমার এক side-এ Flex আর আরেক side-এ Zang , উপর নিচে আগে পিছে - i am backing of the gang, পুরাই তাউরা পোলাপাইন, মানিনা কোনো আইন , করছি contract sign, under the labour deadline.


Bigg Spade-রে দেইখা কইবি, (এই . .. মামা এই)
ছাফা-র লগে তাইনা কইবি, এই . .. মামা এই
Flex-এর এলাকায় গিয়া কইবি, এই . .. মামা এই
Black Zang-এর লগে কইবি, এই . .. মামা এই

আমি RAW বাংলা ছাড়ি, আমার এডা ভাল্লাগে, মুখ দিয়া bullet মারি, দেখিনা পিছে আগে, লোকলজ-রা field-এ নামছে, তোগো *** কান্ধে উঠছে , আমগো দেইখা উল্টা ঘুইরা পোলাপাইন mike ফালায় বাঁচে, তোর গলা শুকায় যাইবো যখন আমগো কথা হুনবি, উস্ঠা খায়া ৩ বার পড়বি যখন আমগো কথা বুঝবি, মাখুন্দা পোলাপাইন কয় rap করা ভালানা, rap করা খারাপ হইলে ভালা হইবার চাইনা, সবি MC Facebook-গুলা নিজে নিজে hit , এসব মাতাল পলাগরে পিডায় করমু ঠিক , ভালা কইরা হুইনা রাখিস আমরা Uptown Lokolz, এইডা খাটি বাংলা rapper বাকি সব নকল,

Uptown Lokolz - Hishaber Kotha

Uptown Lokolz - হিসাবের কথা

Album - Kahini Scene Paat

আমরা লোকলজ রা , আমাগো জলনের পরে থাইকা এডা নিজের চোখে দেইখা বড় হইছি যেটা কথা পুরা মাপা. Bigg Spade, Black zang,, আর জাউরা পোলাপানের বাপ ঘাউরা টাইনা পুরাই তাউরা ছাফা, scene ভাইয়া .

আমি রাস্তায় যখন বাইর হই, দেখি আমার দেশের চিত্র, এমনে কইরা চললে কেমনে সোনার বাংলা হইব উন্নত, আমার মনের ভিতরে লুকায়ে আছে যত প্রশ্ন, চারপাশে বাস্ত লোকজন কিন্তু
ওগো ফলাফল শূন্য, সবার জীবন-এ আধুরা, কেউ না পরিপূর্ণ, আমি কিছু করতে চাই আমার এ জন্মভূমি জন্য. আমার প্রশ্ন সুধুই ধনী কেন গাড়িতে চড়বো ? আর গরিব সে গাড়ির নিচে কেন চাপা পড়ব?

ধনী গরিব সবাই মানুষ, এটা সবার বুঝতে হইব, নরমের উপর গরম দেখায়া কেন আজকা এ দেশ চলব? অন্যায় অত্যাচার আমি কিছুই মাথা পাতা নিমুনা, স্বাধীন বাংলাদেশে কেন আমি স্বাধীনতা পামুনা?
স্বাধীন ভাগ ৬৪ জেলা, লোকাল মাইনষের বাস্তব কথা, আর আমরা চেষ্টা করছি ওসব কথা ষোলো লাইন-এ কয়ার, রাজক সবকিছুই চলতাছে , কাহিনী পুরাই scene পাট. আমি তাউরা সাফা কইরা দিমু সব ঠিক ঠাক.
পার্ট

৩৮ তা বছর হইসে , দেশটা কি কামাইছে? চারপাশে দেখ বাঙালিরা কি পাইছে, দেশটার ভবিস্যতের নাই কোনো খবর, চট্ট একটা ভয়ঙ্কর বাস্তব scene পাট তুইলা ধর.
ঐ তোরা কান খোল. .. . . হেই হই , হিসাবের কথা হোন, এ এ , তোরা চোখ খোল, এই এই , হিসাবের খাতা খোল. এই এই



গাড়ির তেলের দাম কমানোর লাইগা খাওনের দাম বাড়ায় কম, দামে তেল পাচার , এখন তেলের দাম বাড়ায়, এখন তেলের দাম বাড়লো, চালের দাম বাড়লো, ধনী গরিব বড় লোকের একলগে ভাত মারলো, রাজনীতির গতিতে মাইনষের কমানো টাকা হারায়, কিছু করবার না পারলে বুকে পেছা জীবন হারায়, এখন দুনিয়াতে ভাই করতাছি জীবন যাপন

সবাই সবার দুশমন , কেউ কারো নাই আপন, বিপদ আপদ প্রত্যেক ধাপ, সময় বহুত খাপরা, বুইজা শুইনা চইলেন, নিলে পরবেন চরম দাক্রায়, পোলারা আইবনা আপনের মরা লাশ উঠাইতে, বলদা উইঠা গেছে হালাগো ঘুষ খাইতে খাইতে খাইতে, খারাপ লাগে চিন্তা করতে আমার এই দেশের দশা, মুক্তিযোদ্দারা কি জানত পামু এই স্বাধীনতা?
কইতে ঘিন্না করেনা, যার তার কাছে খাইতে ঘুষ , তারে ছাড়লিনারে তোরা বাচ্চা মহিলা পুরুষ.



ঐ একট কাগজের টুকরায় পাঁচ আর দুইটা শূন্য, কত কোপাকুপি মারামারি হইলো এটার জন্য, পোলা বাপেরে বেল দেয়না, বাপে পোলারে বেল দেয়না, টেকার সময় আইলে মামা কেউ কারো দিকে তাকায়না, alltime মাথায় চিন্তা থাকে কেমনে পকেটে টাকা ভরি, ১০০ - ২০০ হাজার থেকে কেমনে কোটি টাকা করি, নিজের রুম-এ গাড়িতে, এমন কি কমোডেও AC আছে, আর ঐদিকে গরমের মাইনষের লোকাল ৯ নাম্বার বাস-এ

আজকাল সব পইরা গেছে এই কাগজের টুকরার লোভে, খালি জিগ্গায় এইসব খাইসলত তোগো মধ্যে কম্বো কবে? পহেলা ফাল্গুন , সায়ন্ত দিবস, পহেলা বৈশাখ বিজয় দিবস, অসভ্ভো নমুনার এসব দিনরে বানাইছে dating দিবস.

বাস্তবে দেখা নিজের লেখা এখন দেখামু তোরে , সদ্য কি লাভ হইলো রক্ত দিয়া একাত্তরে ? ভাই brother এর মদদে গেনজাম এখন তোরা বন্ধ কর, আজাইরা কাম বাদ দিয়া দেশটার লাইগা কিছু কর,



৩৮ তা বছর হইসে , দেশটা * ফালাইছে ? চারপাশে দেখ বাঙালিরা কি পাইছে, দেশটার ভবিস্যতের নাই কোনো খবর, চট্ট একটা ভয়ঙ্কর বাস্তব scene পাট তুইলা ধর.
ঐ তোরা কান খোল. .. . . হেই হই , হিসাবের কথা হোন, এ এ , তোরা চোখ খোল, এই এই , হিসাবের খাতা খোল. এই এই


হইছে পার্ট গুটিতে

কামানো
পড়বেন
মুক্তিযোধ্ধারা
একটা
poirha

Habib Wahid - Ekjone

হাবিব ওয়াহিদ - একজনে


একজনে আছে এই দুনিয়ায় , যাকে নিয়ে স্বপ্ন সাজাই
রেখেছি তাকে মনের আঙ্গিনায়, তাকে নিয়ে ছন্দ গোছাই

সে আছে অনেক দুরে, তবু অনেক কাছে বলে মনে হয়
তার মনে প্রেম নিয়ে গল্প লিখি পায় রূপকথার পরিচয়
তারমত শোভন নেই দুনিয়ায় কেউ আর
গোপনে প্রেম দিয়ে চলে যায় আড়ালে
সে প্রেমের কারিগর

মনের বাগানে শত শত ফুল, তাকে দেব বলে ভাবি
একজোড়া কপোতকে ডেকে বলি, তোরা কে দিতে যাবি

সে গোপনে ভালোবেসে যায়, আড়ালে নিজেকে রাখতে চায়
তার প্রেমকে রেখে দি, প্রিয় গানের সুরে প্রেম জনায়
আমিও আড়ালে থাকি এ মনে সহচর

তিনটি গোলাপ লাল হলুদ সাদা, এনে তাকে দিতে চাই , একবার আশুক সে সামনে আমার, প্রাণ ভোরে দেখতে চাই
তার জন্যেত সব রাখা, সে কথা জানে আমার বিধাতা
ফুল পাখিকে তার গল্প বলি, সে আমার অবিনাশী কবিতা
মনে পড়লেই তাকে ওঠে আবেগী ঝর নিরন্তর

Kranti - Shohobash

ক্রান্তি - সহবাস


ফিরে ফিরে দেখি আজ
শেষ থেকে সুরু
কত নষ্ট সহবাস
জীবন আর আমাতে

প্রতিবাদী আমি আজ
শত কষ্ট পেরিয়ে
আলো জেলে আলো দেখতে চাই
কি আছে ঐ আধারে

নির্ঘুম রাতে জুড়ে
স্বপ্নের আড়ালে, কত কথা কতনা ভয়
আমার এই হাতে কিছু মিথ্যা এনে দাও
মেনে নেব এই অসময়ে

so let sing. .. . break free. let them be
let them be

আমার কষ্ট নিয়ে নষ্ট এ গান
বাচাও খোদা ইশ্বর ভগবান
দেখছে সবাই তবু যাচ্ছে না কেউ
অর্থহীন এ জীবন অবিধান

ঢাকতে চাইনা আমি চোখটাকে
দেখতে দে আমায় সৃষ্টিকে
থাকতে চাইনা আমি তোর সাথে
মিশে যেতে দে জগতে

Kona & Rupom - Ushno Chowa

কনা ও রুপম - উষ্ণ ছোঁয়া


উষ্ণ ছোঁয়া, একটু চাওয়া, উতলা মন দেয় সুধু দোলা
বেধেছ তুমি কোন খেয়ালে, লুকোচুরি তাই মনের খেলা

ও ও মন, তুমি যে কখন, দিয়েছ ঐ মনে মন

এলে তুমি কাছে, আবেগী মনে আমায় জড়াতে
স্বপ্ন দেখালে তুমি, বুকে বেধেছে তোমারি ছবি
মন চায় চায় তোমায়,

হিমেল হাওয়ায় উড়িয়ে দেব, তোমার ঐ শাড়ির আঁচল
দূর আকাশে বাজে দেখো রঙ্গিন ঐ মেঘের মাদল
ফাগুন এলো আজ মনেরি মাঝে , শিহরণে বুক যে কাঁপে
জানিনা কখন তুমি হলে আপন, মানে না মন শাসন বারণ


প্রথম দেখার ভালো লাগা, তুমি যে সুধু একজন
অবুঝ হৃদয়ের নীরব কোণে ছুঁয়ে গেলে তুমি যে কখন
পাখি হয়ে যাব উড়ে আকাশে, চেনা চেনা সুখ পরশে
এসোনা দুজন আজ থাকি সারাক্ষন, মনে হয় আমাদের এ ভুবণ

Bappa Mazumdar & Porshi - Eito Bhalobasha

বাপ্পা মজুমদার ও পরশী - এইতো ভালবাসা

এলবাম - এইতো ভালবাসা



চুপি চুপি কাছে আসা, চোঁখে চোঁখে স্বপ্ন আঁকা
দুটি মনে একি আশা, একি সুরে একি ভাষা
যে বাধন যায়না ছেড়া, মরনেও যায়না ভোলা

এইতো ভালবাসা

হৃদয় আমার আছে তোমার বুকে, কখনো ব্যাথা দিওনা
স্বপ্ন সাজাই আমি তোমার চোঁখে , কখনো যেন ভাঙ্গেনা

তুমি মোর কত চেনা, তুমি মোর ভাবনা

বাধা আসুক যত প্রেমের পথে, তখনও দুরে যেওনা
পাশাপাশি থেক সুখে দুঃখে , কখনো ভুলে যেওনা

তুমি মোর চাওয়া-পাওয়া , হৃদয়ে সুখের ছোঁয়া

Powered by Blogger.