12:38
Tahsan - Nei Lyrics
তাহসান - নেই
এলবাম - নেই
এইত সেদিন . . .. কল্পনাতে ছিলে তুমি অলস অধর চুমি
আচলে ঢাকা মুখটা মোমের মত হাতে রাঙ্গা মেহেদী
দমকা হাওয়াতে উড়ে গেলো ওই আঁচল সত্য সত্যের মাঝে যা ছিল অগোচর
নেই কোনো কল্পনা আজ তোমায় নিয়ে
নেই কোনো প্রার্থনা আজ তোমায় চেয়ে
নেই কোনো কামনা তোমায় সাজিয়ে
নেই কোনো প্রেরণা তুমি কোথায় হারিয়ে
এইত সেদিন রোদ্র জলা দুপুরে গোপন অভিসারে
স্পর্শ তোমার বৃষ্টি হয়ে ছুঁয়ে যেত
সময় চলত সুরে সুরে
হঠাৎ ঝড় এসে বদলে দিল সময় নির্বাক বিস্ময়ে তুমি জানালে চির বিদায়
Labels: Tahsan |
This entry was posted on 12:38 and is filed under Tahsan . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
0 comments:
Post a Comment