আরফিন রুমি feat. Rose - চোখটা দিলে অনুমতি

আরফিন রুমি feat. Rose - চোখটা দিলে অনুমতি চোখটা দিলে অনুমতিজালবে মনে সবুজ বাতি পেয়ে গেলে চোখের সাড়াতোমারি নামে মনের পাড়াএক পলকেই লিখে দেবভালবাসার যত অনুভুতিচোখে চোখে হলে জানাজানিহবে মনে অনেকখানি মনের ঘরে তোমায় রেখে, জাগব আমি সারারাতিচোখটা হলো মনের তারা,দেখেনা কিছু তারে ছাড়া একটা পলক তাকিয়ে চোখেদিয়ে দেব সম্মতি

আমার বন্ধু বন্দুক - Stoic Bliss


আমার বন্ধু বন্দুক

চিনিস আমাকে,
লালে লাল দুনিয়া
বল আমি কে
আমি কে আমি অন্ধকারে ছায়া, কালো মেঘে ঢাকা, আমি লাশের কাপন রক্ত ভেজা কোমল,?
আমি Ac1D

আমি -- একা তো হাটি
বৃষ্টি পড়ে
সেতো শেষ রাতে মানুষ নিয়ে
আমাকে ধরে
আমার বন্ধু বন্দুক দেখে
আমাকে বলে
মামু পরে দেখা হবে
আমি মারি তো চরে

তো দেখো বিদ্দুতের মত যদি আসি তো ঝড়ে
তো বল ভূমিকম্পর মত যদি মাটিটা নড়ে
তো পরে রাস্তাতে লাশতাটা কথা তো বলে
তো বলে সবাই দেখো শত্রুকে ac1d কি করে
তো কিতা নাকে মুখে ছিটে দিলে চামড়া টা ঝলে
তো কিতা তুলে ছুলে পুড়ে ঝুলে সবিতো গলে
তাইলে নামটা কি বল না তো শিখাবো পরে
তো শোনো একটা দুইটা তিনটা দেখো সবাই মরে তোর জন্য

[আমার টাকা কোথায় ? আমার টাকা কোথায় ??? হুঃ?]

Chorus 4x:

চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে
*বুম বুম বুম *

Ac1D Verse 2:

বেচাকেনা
মাল গুলো বেচি
বেবসা তো আগে
টাকা পয়সা নিয়ে
দেখো পেছনে লাগে
আমার বন্ধু বন্দুক
দেখো আছেনা পাশে ?
সারা ঢাকা শহর থেকে
পুরা দুনিয়া জাগে

তো দেখো সব আলো পৃথিবীতে নিভে তো যাবে
তো শুনো মেঘ থেকে আকাশে তো বাসী টা বাজে
তো দেখো আত্মারা জেগে উঠে হাওয়াতে তে আসে
তো কথা শুনে যদি সবাই উঠে ভয়তে কাফে
এ যে এসে তো পাশে সে বসে
কথা তো বলে না দেখে
গুলি তো থাকেনা থেমে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে '
রুম এ তে লুকে থাকে
বস্তিতে খুজে পাবে
চিনবে নাতো ওকে


ওহ ওহ হ, তোর রক্তে ভেজা কবর.

Chorus (4x)

Ac1D Verse 3:

গোটা পুরান ঢাকা ঘুরে আরে হুন্ডা তেতো
আসে পাশে মানুষ দেখে বলে গুন্ডা সেতো
লোক বলে ছেলেটা তো খালি শুকনা খেতো
তো মানুষ ধরে রাস্তাতে মেরে মাগনা পেত
তো - গোটা চড়, চেপে ধরে আরে পাগলা সেতো
দাত ভেঙ্গে ছিটে দিবে - রাগটা দেখো তো
দড়ি ছিড়ে ছুটে যাবে লাগে পাচটা চিকল
তো হটাত কুয়াশা টা পড়ে বলে রাত টা শীতল
দেখো একা সে আসে
ছুরি টা হাতে
ওনার বন্ধু বন্দুক
দেখো আছেনা পাশে
যদি সেটা দেখে লোকটা তো ভয়তে কাফে
বলে মাপ করে দেন
উনি মাপে না তাকে



Powered by Blogger.