14:13
Arfin Rumey feat Nancy - Dolna Eka Eka【Lyrics】
আরফিন রুমি ও নান্সি - দোলনা
দোলনা একা একা দুলতে পারে না, তাকে দোলাতে হয়
তুমি দোলা দাও
আর আমি দুলে যাই
দোলনায় দোলনায় দোলনায় . . .
চাঁদের নিজের কোনো আলো নেই, জানো ?
সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়
তুমি দোলা দাও
আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায় . . .
দোল খেতে খেতে
চোঁখে এসে গেলে ঘুম
ঘুমের ভিতরে কিযে
হবে ভাবি হমম...হমম
Labels: arfin rumey, Nancy |
This entry was posted on 14:13 and is filed under arfin rumey , Nancy . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment