Chanrobindu - Bondhu Tomay【Lyrics】

চন্দ্রবিন্দু - বন্ধু তোমায়


ছেড়া ঘুড়ি রঙ্গিন বল
এই টুকুই সম্বল
আর ছিল রোদ্দুর এ পাওয়া বিকেল বেলা
বাজে বকা রাত্রি দিন
asterix tintin
এলোমেলো কথা উড়ে যেত
হাসির ঠেলায়

সে হাসি ছুটে যেত গৌধুলি মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে |


হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়


বন্ধু তোমায় এ গান শোনাব
বিকেল বেলায়


আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়





গল্পের মত ইস্কুল বাড়ি
জমে ওঠা ক্ষত
খেলবনা আড়ি |



সে খেলা কানা গলি
রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট counter - এ



বইমেলা গুলো তার গি শ্রেয়সী
চেনা মুখগুলো পরিচিত হাসি |


সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনিশে


ছেড়া ছবি ফটিক জল
এইটুকুই সম্বল
বাদবাকি রোদ চলে যাওয়া বিকেল বেলা
এক ঘেয়ে ক্লান্ত দিন
tancus asperin
যানজট এ দেরী হয়ে গেল বিকেল বেলা
মরা মাছের চোখ যায় যতদুরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে

1 comments:

Unknown said...

I just like this song too much🤐🤐

Powered by Blogger.