16:39
Habib Wahid - Ekjone
হাবিব ওয়াহিদ - একজনে
একজনে আছে এই দুনিয়ায় , যাকে নিয়ে স্বপ্ন সাজাই
রেখেছি তাকে মনের আঙ্গিনায়, তাকে নিয়ে ছন্দ গোছাই
সে আছে অনেক দুরে, তবু অনেক কাছে বলে মনে হয়
তার মনে প্রেম নিয়ে গল্প লিখি পায় রূপকথার পরিচয়
তারমত শোভন নেই দুনিয়ায় কেউ আর
গোপনে প্রেম দিয়ে চলে যায় আড়ালে
সে প্রেমের কারিগর
মনের বাগানে শত শত ফুল, তাকে দেব বলে ভাবি
একজোড়া কপোতকে ডেকে বলি, তোরা কে দিতে যাবি
সে গোপনে ভালোবেসে যায়, আড়ালে নিজেকে রাখতে চায়
তার প্রেমকে রেখে দি, প্রিয় গানের সুরে প্রেম জনায়
আমিও আড়ালে থাকি এ মনে সহচর
তিনটি গোলাপ লাল হলুদ সাদা, এনে তাকে দিতে চাই , একবার আশুক সে সামনে আমার, প্রাণ ভোরে দেখতে চাই
তার জন্যেত সব রাখা, সে কথা জানে আমার বিধাতা
ফুল পাখিকে তার গল্প বলি, সে আমার অবিনাশী কবিতা
মনে পড়লেই তাকে ওঠে আবেগী ঝর নিরন্তর
Labels: Habib |
This entry was posted on 16:39 and is filed under Habib . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
1 comments:
Ganta Shotti Oshadharon
Khub Valo Lage Ganta
Bar Bar Suni Tobuo Sunte Mon Chay
Thanks Habib Vai...👌👌👌
Post a Comment