16:37
Kona & Rupom - Ushno Chowa
কনা ও রুপম - উষ্ণ ছোঁয়া
উষ্ণ ছোঁয়া, একটু চাওয়া, উতলা মন দেয় সুধু দোলা
বেধেছ তুমি কোন খেয়ালে, লুকোচুরি তাই মনের খেলা
ও ও মন, তুমি যে কখন, দিয়েছ ঐ মনে মন
এলে তুমি কাছে, আবেগী মনে আমায় জড়াতে
স্বপ্ন দেখালে তুমি, বুকে বেধেছে তোমারি ছবি
মন চায় চায় তোমায়,
হিমেল হাওয়ায় উড়িয়ে দেব, তোমার ঐ শাড়ির আঁচল
দূর আকাশে বাজে দেখো রঙ্গিন ঐ মেঘের মাদল
ফাগুন এলো আজ মনেরি মাঝে , শিহরণে বুক যে কাঁপে
জানিনা কখন তুমি হলে আপন, মানে না মন শাসন বারণ
প্রথম দেখার ভালো লাগা, তুমি যে সুধু একজন
অবুঝ হৃদয়ের নীরব কোণে ছুঁয়ে গেলে তুমি যে কখন
পাখি হয়ে যাব উড়ে আকাশে, চেনা চেনা সুখ পরশে
এসোনা দুজন আজ থাকি সারাক্ষন, মনে হয় আমাদের এ ভুবণ
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment