16:40
Habib Wahid - Katena Mayabi Raat
হাবিব ওয়াহিদ - কাটেনা মায়াবী রাত
কাটেনা মায়াবী এ রাত কাটেনা
কাটেনা ( কাটেনা )
তুমি হীনা এ রাত কাটেনা
মন চায় কাছে পেতে, তোমাতে আজ মিশে যেতে নির্জনে জোৎসনাতে, এসোনা এ রাতে আমার বাহুডোরে
তোমাকে ভেবে মন লিখেছে কবিতা, জানিনা তুমি কি জানো তা ?
তুমি না এলে হায়, বল না কি উপায়?
কি হবে বল এই জোৎসনায়
তুমি এসোনা কাছে, বসোনা , চল ভেসে যায় সুখের ভেলায়
হাজারো জোনাকি , জলে মিটি মিটি , তোমারো ভাবনায় . .. একাকী
রুপালি আকাশে , তারার পানে চেয়ে , জেগে রই তোমারি প্রতিক্ষায়
Labels: Habib |
This entry was posted on 16:40 and is filed under Habib . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment