19:29
Arfin Rumey feat Kazi Shuvo - Shona Bou
আরফিন রুমি featuring কাজী শুভো - সোনা বউ
এলবাম - সাদা মাটা
সোনা বউ শুনছনিগো, সোনা বউ শুনছনি নিতে আইলে নায়র যাইবা নি ?
ও বউ গো বউ , সাড়ে তিন হাত মাটির ঘরে, বাসর কাটি বেশ সাজিয়ে
যে ঘরে থাকবা দিন রজনী
নাই বিছানা, নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী
নিতে আইলে নায়র যাইবা নি ?
ও বউ গো বউ , ছেড়ে গেলে পাত্তা জামাই, মাটির দেহের কিসের বড়াই
ফাকা দেহের বিচার করবে কে?
আত্মার সাথে তোর পিরিতি, দেওয়ানে কয় ও সজনী,
নিতে আইলে নায়র যাইবা নি ?
Labels: Kazi Shovo |
This entry was posted on 19:29 and is filed under Kazi Shovo . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment