19:24
Habib & Nancy - Etodin Kothay Chile
হাবিব ও নানচি - এতদিন কোথায় ছিলে ?
ছবি - খোজ - The Search
এতদিন কোথায় ছিলে ?
আজ সুখের বৃষ্টি ধারা, বিন্দু বিন্দুতে
এই মনে ছড়িয়ে দিলে
এতদিন কোথায় ছিলে ?
জানিনা , কোথায় ছিলাম
ঐ ঝর্নাকে প্রশ্ন কর, ঐ নদীটাকে প্রশ্ন কর,
এতদিন কোথায় ছিলাম
একটু ছোয়া লেগে হয়ে গেল ভীরু ভালবাসা
অনেক না বলা কথা পেয়ে গেল আজ তাই ভাষা
বুকের শুন্যতাকে তুমি আজ পূর্ণ করে দিলে
এতদিন কোথায় ছিলে?
ঐ আকাশকে প্রশ্ন কর, ঐ বৃষ্টিকে প্রশ্ন কর
এতদিন কোথায় ছিলাম
সারাটি জীবন ধরে তোমার যে পথ চেয়ে আছি
কাছে না পেয়ে ভেবে ভেবে চেনা হয়ে এলে কাছাকাছি
আধার রাতের শেষে আলোকিত ভোর এনে দিলে
এতদিন কোথায় ছিলে?
জানিনা কোথায় ছিলাম
মন হারালো সৃতির পাতায়
এতদিন জড়িয়ে ছিলাম
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment