19:37
Habib feat Julie - Moyna Go
হাবিব featuring জুলি - ময়না গো
ও মোর ময়না গো, ও মোর ময়না গো
কার কারণে তুমি একেলা
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা
সে তো আসবেনা
সে তো ফিরবেনা, ফিরবেনা
ময়না গো, ও মোর ময়না গো
দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগে রাগিনী যাও গাইয়া
সবুজে সবুজে ভরা বনানী
গৌরবে ফাগুন বুজি জানোনি
হায়রে হায়রে বুঝি তা জানোনি
ঝর ঝর ঝর দু নয়নে ঝর ঝর ঝরায়ে
কেন থাক বিষাদে মন ভরায়ে
যা কিছু হারায়ে গেল যাকনা
নীল আকাশে মেলে পাখনা
দার দার মেলে পাখনা
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment