19:36
Pavel feat Bindiya - Haat Rekhe Haate
পাভেল featuring বিন্দিয়া - হাত রেখে হাতে
আজ নেইতো কোনো কষ্ট, কোনো হতাশা, ভালবাসার রঙ্গে আকা এই দিন
আকাশে বাতাসে জেগেছে প্রানের উল্লাস ,
শোনো
হাত রেখে হাতে দুজনায়, হারিয়ে যাব অজানায়
অজানায়
বৃষ্টি ভেজা এই রাতে, থাক যদি তুমি পাশে, হৃদয়ে ঝড় যদি উঠে
কখনো লুকানো যায়না
প্রানের জোয়ারে ভেসে যায় আজ দুজনে
চল
এই হৃদয়ের যত কথা, হয়নি বলা তোমাকে , সময় যদি না মিলে, বুজে নিয় ইশারায়
গৌধুলির এই আলোয় , দিগন্তের ঐ নীলিমায় , ওহ
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment