19:26
Shajib feat RJ Razu - Priotoma Shuhashini
সজীব featuring RJ রাজু - প্রিয়তমা সুহাশিনি
তোমার জন্য এ জীবন জানো কি, তোমার জন্য ধরণী মানো কি ?
আজ বলব আমার ভালবাসা, সুহাশিনি প্রিয়তমা
পথ চলব আমরা দুজন, প্রতিটি জনম প্রতিটি কদম
করলাম আমি আজ এই শপথ, প্রতিটি জনম
তোমাকে ভালোবাসী, ও আমার প্রিয়তমা সুহাশিনি
তোমাকে ভালোবাসী, ও আমার প্রিয়তমা
সৃতিতেও তুমি, বিশ্শাস এও তুমি , প্রতিটি নিশ্বাসে তুমি
নির্ঘুম রাত তুমি, স্বপ্নেও তুমি, দৃষ্টির সীমানায় তুমি
বলছি এই পৃথিবীকে , চেয়েছি তোমায় বিধাতার কাছে
চাও কি তুমি আমারি ভালবাসা, সঙ্গী হয়ে হৃদয়টার
দেব তোমায় সব উজাড় করে চাও যদি এ মনটা
দেব তোমায় ভালবাসা, প্রতিটি জনম প্রতিটি কদম
করলাম আমি আজ এই শপথ, প্রতিটি জনম
তোমাকে ভালোবাসী, ও আমার প্রিয়তমা সুহাশিনি
তোমাকে ভালোবাসী, ও আমার প্রিয়তমা
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment