16:15
Balam Ft. Julee - Meghla Akash | Lyrics
বালাম Featuring জুলি - মেঘলা বিকেল
এলবাম - প্রেম শিকারী
baby i am sorry
তুমি চলে যাবে ভাবলেই মনটা মেঘলা বিকেল
তোমার ছলা-কলা দেখলেই মনটা প্রেমের আকাশ
তোমার ওই ছুটে চলা, ফাগুনের মাতাল হাওয়া
হয়ে যাই পাগল পারা, মন আমার দিশেহারা
তপ্ত চৌচির বুক তৃষ্ণার জল চায়, চৈত্রের খরা দেখি যেদিকে তাকাই
বুকেতে মরু ঝড় তুমি কাছে ডাকলেই
বৃত্ত শুন্য সব তুমি নেই ভাবলেই
স্বপ্নের জোয়ার আসে ভাসিয়ে দু কুল
আমার উঠোন জুড়ে আশার মুকুল
আমার আচলে তুমি ধরা পড়বেই
জানি তৃষ্ণার জল নিতে তুমি আসবেই
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment