16:52
Balam Ft. Julee - Sukh Pakhi | Lyrics
বালাম Feat. জুলি - সুখ পাখি
এক চোখে আকাশ আমার, অন্য চোখে শুন্যতা
কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা
এক চোখে আকাশ আমার, অন্য চোখে শুন্যতা
কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি ?
দিনের টানে দিন যায়, রাতের টানে রাত হারায়
কখনো কি দেখা হয় রোদ আর জোছনার ?
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি ?
চায়ের কাপে সংশয়, চুমুক দিয়ে যায় সময়
মুখোমুখি কথা নেই, স্বপ্নে না পৌছে
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি ?
এক চোখে আকাশ আমার, অন্য চোখে শুন্যতা
কোন চোখে রাখবে চোখ খুঁজে নেবে পূর্ণতা
এক হাতে দুঃখ আমার, অন্য হাতে সুখ পাখি
কোন হাতে রাখবে হাত, বসে বসে ভাবছ কি ?
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
1 comments:
Hotat mone pore gelo sei diner kotha
Post a Comment