12:31
Tausif - Somoy Jeno Ar Katena | Lyrics
তউসিফ - সময় জেনো আর কাটেনা
চাদটা কেন আজ মেঘে ঢাকা
বয়ে চলা সময় থেমে একা
সময় জেনো আর কাটেনা
ভালবাসা তুমি নেই বলে
সময় জেনো আর কাটেনা
চাদটা কেন আজ মেঘে ঢাকা
বয়ে চলা সময় থেমে একা
হটাত করেই নিজের ছায়ায় তোমাকে খুজি
এক ছায়ায় কত লুকোচুরি মনে আছে কি?
নোনা জল রাখা এই সৃতির আচলে
কুয়াশায় ঢাকা আমি ভেজা চাদরে
ভালো লাগেনা, ভালো লাগেনা
বহতা সৃতি থমকে গিয়ে নিঝুম আবেগে
চোখ বুজলেই মন চেয়ে যায় অবুঝ চাওয়াতে
নোনা জল রাখা এই সৃতির আচলে
কুয়াশায় ঢাকা আমি ভেজা চাদরে
ভালো লাগেনা, ভালো লাগেনা
Labels: Tausif |
This entry was posted on 12:31 and is filed under Tausif . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment