11:49
Balam & Julee - Valobasar Utsob | Lyrics
বালাম ও জুলি - ভালবাসার উত্সব
রাতের চোখে দেখো চেয়ে, জোছনার অভিপ্রায়ে
নিশাতুর মন আমার, খুজছে তোমায়
শুন্যতা বুকে নিয়ে, মৌনতা ভেঙ্গে দিয়ে
একাকীনি মন আমার, ডাকছে তোমায়
এসনা এ অনুভবে, ভালবাসার উত্সবে
রুপালি মন মাতাল, হবে বিমুঘ্দতায়
ভাবছ কি রাত জেগে জেগে, অচেনা কোনো আবেগে
কাপছে কি থর থর, খুব অজানায়
আকচ কি ফুল রং তুলিতে, মন উদাসী ক্ষণ গুলিতে
কখনো কি বুক জুড়ে , ঝড় বয়ে যায়
এসনা এ অনুভবে, ভালবাসার উত্সবে
রুপালি মন মাতাল, হবে বিমুঘ্দতায়
শুনছ কি শুন নিরবতায়, অজানার ডাকে হারাবার
বসছ কি নীল চেয়ারটাতে, ঝুল বারান্দায়
দেখছ কি বিমূর্ত ছায়া, অন্ধকারে অন্য মায়া
ভাবনা কি দূর দেশে, হারিয়ে যায়
এসনা এ অনুভবে, ভালবাসার উত্সবে
রুপালি মন মাতাল, হবে বিমুঘ্দতায়
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment