14:18
Tahsan Featuring Minar - Shada | Lyrics
তাহসান Featuring মিনার - সাদা কালো
তুমি চাইলে বৃষ্টি, মেঘ-ও ছিল রাজি
অপেক্ষা সুধুই বর্ষণের
মাতাল হাওয়া বইছে, দুরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহ্বান
সাদা রঙের স্বপ্নগুলো দিলোনাকো ছুটি
তাইত আমি বসে একা
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাস্ফুলগুলো সব ছন্নছাড়া,
ছন্নছাড়া
- - - - -
তুমি চাইলে জোসনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা
চাদটা বলবে হেসে, জোসনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment