17:06
Fazlur Rahman Babu - Nithua Pathare
নিথুয়া পাথারে (মনপুরা)
কণ্ঠ : ফজলুর রহমান বাবু
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই ।।
চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ ।
অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ ।
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর ।।
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই ।।
Labels: Fazlur Rahman Babu |
This entry was posted on 17:06 and is filed under Fazlur Rahman Babu . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment