21:04
12:41
Amir ft Aurin - Bolbona Bhalobashi Lyrics
আমির feat অরিন - বলবনা ভালবাসি
কিছু কিছু কথা (কিছু কথা ) তোমার বলা (তোমার বলা)
কিছু কিছু স্বপ্ন আমার দেখা
, এই আমার কাছে(আমার কাছে) ছুটে আসা(ছুটে আসা)
ভালবাসি . . . বলে দেয়া,
এই আমাকে ভুলে যেতে পারবেনা
শুধু আমি তোমার কাছে ছুটে যাব
তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাবো
তবুও
ভালোবাসী বলবনা
স্বপ্ন দেখি (স্বপ্ন দেখি) তোমায় নিয়ে (তোমায় নিয়ে) জড়িয়ে আমায়, একি চাদরে
লুকাব আমি(লুকাব আমি) তোমার মাঝে , গড়ব এক অঁচিন স্বপ্নের দেশে
এই আমাকে ছেড়ে যেতে পারবেনা
শুধু আমি তোমার হয়ে রয়ে যাব
যত সুখী, দুঃখী তোমার সাথে রব
না নান না না না . . .. . . .না
তবুও ভালোবাসী
শুধু আমি তোমার কাছে ছুটে যাব বলে
শুধু আমি তোমার কাছে ফিরে যাব বলে
Labels: Amir, Aurin | 0 Comments
12:40
Fuad ft. Kazi & Priscilla - Tears Become The Rain
Tears Become The Rain
artist: Fuad ft. Kazi | Priscilla
album: Reflection
Without you আমার memory is remain,
And the tears become the rain..tears become the rain
কল্পনার বাইরে তুমি , বাস্তবতা আমার
কখনো কাছে এসে হাত ছুয়ে , দূরে সরে যায়
স্বপ্ন দেখিনি আমি , নিশ্চুপ ভোরের আড়ালে
গল্প লিখিনি আমি , সূর্যস্তের শেষ ক্ষণে .
তোমায় ভেবে ভেবে , আমার রাত্রি জাগা
আধারে . . . একা বসে , তোমায় কাছে না পাওয়া
ছুটেছি একা আমি , স্রোতের বিপরীতে
ভালোবাসী তোমায় , আমার .. . . . প্রার্থনাতে
Within you, Without you…you
Baby I’ll still remain, and i know you’ll remain
And the tears in your eyes..in the rain
Tears become..become the rain
And the tears become the rain..
Labels: Fuad, Kazi, Priscilla | 0 Comments
12:39
Amir & Aurin - Toke Chaowa Lyrics
আমির ও অরিন - তোকে চাও য়া
আমার লেখা সব গানগুলো তোর-ই হয়ে থাকনা,
আমার দেখা স্বপ্নগুলো আজ তোর কাছে উড়ে যাকনা
এমনি দিনে আমি কানে কানে তোকে কিছু কথা বলতে চাই
হৃদয়ের প্রতিটি কোণে শুধু তোকে চাই
জীবনের যত হাসি তোকে দিতে চাই
প্রেমেরি কথাগুলো এক এক করে বলতে চাই
সারাটি জীবন আমি তোকে ভালবাসতে চাই
মাঝে মাঝে নির্ঘুম রাতে একে যাই তোকে নিরবে
ঘুমহীন দুচোখে সপ্নশীল আমার
শীতের সকালে তোর পাশে দাড়িয়ে তোকে কিছু কথা বলতে চাই
তোর লেখা সব গানগুলো আমার হয়ে থাকনা
তোর দেখা স্বপ্নগুলো আমায় নিয়ে হারিয়ে যাকনা
লা লা লা .....লা
বৃষ্টির টিলে শান্ত শহর ছুঁতে চাই
তোকে আড়াল করে স্বপ্নের সাত রঙ্গে দেখতে চাই . .. .তোকে
এমনি দিনে তোর পাশে দাড়িয়ে তোকে কিছু কথা বলতে চাই
Labels: Amir, Aurin | 0 Comments
12:39
Tahsan - Prottaborton Lyrics
তাহসান - প্রত্যাবর্তন
হঠাৎ মনে পড়ল তোমায়, মনে পড়ে গেলো সেই ছেলেমানুষী হারিয়ে গেছে কোথায়
হঠাৎ আজ মনে পড়ল তোমায়
এই আমি কতবার সেই তোমার প্রেমে পড়েছি
মনে আছে কি তোমার?
আর ঠিক ততবার, বৃষ্টির গান লিখেছি , পিয়ানুতে সুর তুলেছি
হৃদয় জুড়ে গেয়েছি ,
তাই আবার ফিরে যাই
আমি আবার আরেকটা বার তোমার প্রেমে পড়তে চাই
Labels: Tahsan | 5 Comments
12:38
Tahsan - Nei Lyrics
তাহসান - নেই
এলবাম - নেই
এইত সেদিন . . .. কল্পনাতে ছিলে তুমি অলস অধর চুমি
আচলে ঢাকা মুখটা মোমের মত হাতে রাঙ্গা মেহেদী
দমকা হাওয়াতে উড়ে গেলো ওই আঁচল সত্য সত্যের মাঝে যা ছিল অগোচর
নেই কোনো কল্পনা আজ তোমায় নিয়ে
নেই কোনো প্রার্থনা আজ তোমায় চেয়ে
নেই কোনো কামনা তোমায় সাজিয়ে
নেই কোনো প্রেরণা তুমি কোথায় হারিয়ে
এইত সেদিন রোদ্র জলা দুপুরে গোপন অভিসারে
স্পর্শ তোমার বৃষ্টি হয়ে ছুঁয়ে যেত
সময় চলত সুরে সুরে
হঠাৎ ঝড় এসে বদলে দিল সময় নির্বাক বিস্ময়ে তুমি জানালে চির বিদায়
Labels: Tahsan | 0 Comments
12:37
Fuad ft Keya - Ki Likhi Tomay Lyrics
ফুয়াদ featuring কেয়া - কি লিখি তোমায়
প্রিয়তম . ..... কি লিখি তোমায় . . .
তুমি ছাড়া আর কোনকিছু ভালো লাগেনা আমার
কৃষ্ণচুড়ার বনে ছায়াঘন পথ, আঁকাবাঁকা পথ, আমার আঙ্গিনা থেকে চলে গেছে তোমারো মনে
বসে আছি, বাতায়নে . .. . তোমারো আশায়
ভালবাসা নিশি রাতে ডাক দিয়ে যায়, কত কথা কয়, তোমার আসার কথা লিখা আছে সব কিনারায়
গুন গুন করে মন ,ব্যাথারো ছাঁয়ায়
Labels: Fuad, Keya | 0 Comments
12:35
Fuad ft Rajib - Nikosh Adhar Lyrics
ফুয়াদ featuring রাজীব রহমান - নিকষ আঁধার
নিকষ আঁধার ঘোলাটে অন্ধকার
পূর্নিমা চেয়ে রয় জোনাকির আলো খেলায়
ঝিরি ঝিরি বাতাসে পাতারই মর্মর শব্দ বাজে
এসেছ কি তুমি নুপুরের শব্দ সাঝে
চরণ ধ্বনি আসে যেন আমার কানে
জানালা খুলে যায় প্রিয় ফুলের গন্ধ রাজে
জোৎসনা রাতে আসে যেন আমার পানে
আজ রাতেরই শব্দ কেন শুধু অমলিন কানে বাজে
সেই মেঘলা দিনের কথা যে মনে পড়ে যায়
দুজনে মিলে খেলেছি কত অবেলায়
মনের সব স্বপ্ন দুজনে দুহাতে জড়িয়ে
ছড়িয়ে দিয়েছিলাম ভালবাসার প্রান্তরে
কোনো ঘূর্ণি ঝড়ে ভেঙ্গে দিল সব আমার
Labels: Fuad, Rajib | 0 Comments
14:33
Bappa Mazumdar & Porshi - Eito Bhalobasha【Lyrics】
বাপ্পা মজুমদার ও পরশী - এইতো ভালবাসা
এলবাম - এইতো ভালবাসা
চুপি চুপি কাছে আসা, চোঁখে চোঁখে স্বপ্ন আঁকা
দুটি মনে একি আশা, একি সুরে একি ভাষা
যে বাধন যায়না ছেড়া, মরনেও যায়না ভোলা
এইতো ভালবাসা
হৃদয় আমার আছে তোমার বুকে, কখনো ব্যাথা দিওনা
স্বপ্ন সাজাই আমি তোমার চোঁখে , কখনো যেন ভাঙ্গেনা
তুমি মোর কত চেনা, তুমি মোর ভাবনা
বাধা আসুক যত প্রেমের পথে, তখনও দুরে যেওনা
পাশাপাশি থেক সুখে দুঃখে , কখনো ভুলে যেওনা
তুমি মোর চাওয়া-পাওয়া , হৃদয়ে সুখের ছোঁয়া
Labels: Bappa Mazumdar, porshi | 0 Comments
14:32
Chanrobindu - Bondhu Tomay【Lyrics】
চন্দ্রবিন্দু - বন্ধু তোমায়
ছেড়া ঘুড়ি রঙ্গিন বল
এই টুকুই সম্বল
আর ছিল রোদ্দুর এ পাওয়া বিকেল বেলা
বাজে বকা রাত্রি দিন
asterix tintin
এলোমেলো কথা উড়ে যেত
হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেত গৌধুলি মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে |
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব
বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
গল্পের মত ইস্কুল বাড়ি
জমে ওঠা ক্ষত
খেলবনা আড়ি |
সে খেলা কানা গলি
রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট counter - এ
বইমেলা গুলো তার গি শ্রেয়সী
চেনা মুখগুলো পরিচিত হাসি |
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনিশে
ছেড়া ছবি ফটিক জল
এইটুকুই সম্বল
বাদবাকি রোদ চলে যাওয়া বিকেল বেলা
এক ঘেয়ে ক্লান্ত দিন
tancus asperin
যানজট এ দেরী হয়ে গেল বিকেল বেলা
মরা মাছের চোখ যায় যতদুরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
Labels: Chanrobindu | 1 Comments
14:30
Adit feat. Elita & Mahadi - Bhorer Shishir【Lyrics】
এলিটা ও মাহাদী - ভোরের শিশির
আচ্ছা কখনো এমন যদি হয়. তুমি আছ আমি নেই, কি কি করবে তুমি?
আমি ভোরের শিশির হয়ে যদি কোনদিন হারিয়ে যাই
আমি এই পৃথিবী হতে যদি কোনদিন মুছে যাই
তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে , চলে যাবে দূরে অন্য কোথাও
কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে
ব্যাথা ভরা শুন্যতায় আমি ভাসি অথৈ ঝড়ে
নিঁকষ আঁধারে
আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাব দূরে তোমার কাছে
Labels: Adit, Elita, Mahadi | 0 Comments
14:29
Shafiq Tuhin & Aurin - Bondhur Jonno Gaan【Lyrics】
শফিক তুহিন ও অরিন - বন্ধুর জন্য গান
আমার সকাল, দুপুর বিকেলগুলো তোমায় তুলে দিলাম
তোমার রাত্রি জাগার প্রহরগুলো আকুল করে নিলাম
বন্ধু আছি আজো আমি, বন্ধু যেমন ছিলাম
চেয়ে দেখো দুচোখ মেলে চেনা পথের বাকে, চিনতে তুমি পারো কিনা, চেনা স্বপ্নটাকে
সুখের সময় ছুড়ে ফেলে, আমি ছুটে এলাম
একা তুমি থেকোনা আর নিয়ে বিষন্নতা
কিছু আমায় দিও তোমার জমিয়ে রাখা ব্যাথা
Labels: Aurin, Shafiq Tuhin | 0 Comments
14:28
Shunno - Shoto Asha【Lyrics】
শুন্য - শত আশা
কথা - মনজুরুল আলম জামি
সঙ্গীত - ফাহিম মিউজিক
শত আশা !!
কিছু পাবার আশায়, স্বপ্নগুলো আজ সত্যির পথে
কিছু দেখাবো বলে, স্বপ্নগুলো আজ মুক্তির পথে
আজ সব পথ পেরিয়ে, শত বাধা এড়িয়ে লক্ষ্য খুজতে চাই
শত আশা
আজ হাতে রেখে হাত, স্বপ্নগুলো আজ একসাথে
ভুলে যাবনা বলে, স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে
আশাগুলো আজ আলো হয়ে ঝলে উঠে, আশাগুলো আজ হেসে তৃপ্তি নেয়
এতে নেই কোনো পিছুটান, নেই কোনো বাধা
Labels: Shunno | 0 Comments
14:27
Hotat Bristi - Ek Din Shopner Din【Lyrics】
হঠাৎ বৃষ্টি - একদিন স্বপ্নের দিন
একদিন স্বপ্নের দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন
সেই ভাবনায়, ভাবি মনে হয়, দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসেনা ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জালায়, সৃতির মেলায়, কাটেনা আর দিন
একদিন হঠাৎ হাওয়া থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বুনে সুরু হয় চাওয়া পাওয়া
আজ সুধু পথ চাওয়া , বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে, উজানেতে তরী বাওয়া
সুধু সে গান ভোলে অভিমান, চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
যদি এ পথ ধরে, আমার এ মনের ঘরে, চিঠি হয়ে অগোচরে, আসে কেউ চুপিসারে
চাদের ঐ আলো হয়ে, আস মোর ভাঙ্গা ঘরে, দেখা যায়, যায়না ছোঁয়া , যেন গান চাপা স্বরে
Labels: Unknown | 0 Comments
14:26
Partho Barua - Bondhu Toke Miss Korchi【Lyrics】
পার্থ বড়ুয়া - বন্ধু তোকে মিস করছি ভীষন
একলা ঘর , ধুলো জমা গিটার, পড়ে আছে লেনিন, পড়ে আছে shakespeare
t-shirt jeans গুলো ফেলা যে আছে
সুধু মানুষটা তুই নেইতো নেই রে কাছে,
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা
তোকে ছাড়া হয় না টিও , হয় না লেখা
বৃষ্টির সাথেও এখন হয় না দেখা
থমকে যায় , হয় মনে এই বুঝি এসে ডাক দিবি
থমকে যায় পরক্ষণে
কেন হয় যে এমন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা
একলা ঘর , ধুলো জমা গিটার, পড়ে আছে লেনিন, পড়ে আছে shakespeare
t-shirt jeans gulo
সুধু মানুষটা tui নেইতো নেই re কাছে, ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমে
Labels: Partho Barua | 0 Comments
14:24
Uptown Lokolz - Civil Shomaj【Lyrics】
Uptown Lokolz - civil সমাজ
আমরা বাঙালিরা সব সময় চুরি, বাটপারি, চেচ্রামি , গুটি বাজিতে এক নম্বর
এসব কইরা আমগো তেমন বেশি একটা লাভ নাই
চলেন আমরা সবাই মিলা মিশা ভালো কিছু করার চেষ্টা করি
এগুলা কে লেখছে scene পাঠ ভাইয়া তাউরা কারাগার কইরা সুরাহা হইছে , casting এ পুরা uptown lokolz- er তাউরা ছাফা, আর দেশের দেখা কিছু ছীন ছিনারী লইয়া বুলেট বাহির যার মুখ দিয়া এক নামে কালা চিকনা লম্বা পোলা মনে থেকে কয় সিভিল সমাজের পোলা
সকাল বেলা উইঠা জানালা খুইলা বাইরে যখন দেখি
এমন লাগে নাটকের মঞ্চে আমরা অভিনয় কইরা থাকি
জগতের অন্যায় দেইখা মনের কথা মনের মধ্যে রাখি
এখন সময় আইছে দেইখা কলম লইয়া খাতে লিখি
বাংলাদেশ, এটার কি অবস্থা!!
সব শেষ
তারপরেও কিছু বুঝিনা
প্রত্যেক ৫ টা বছর দেশের পরিস্থিথি বদলায় যায়
ক্ষমতায় যে আহুক না কেন জনগনরী ফাইটা যায়
সবাই হারাই গেছে এখন স্বার্থ পর্দার অন্ধকারে
নিজের পকেট ভইরা আরেকজনের পেটে লাথি মারে
বুদ্ধিজিবিগরে মাইরা পাক্বাহিনিরা দেশটারে করছে লেংড়া
স্বাধীন হওয়ার পর দেখ দেশটা চালাইতাছে কারা
বিপদে পড়লে কথা দেয়, থাকব আপনাদের পাশে
তাইলে জবাব দিয়া কি হইছিল ফেব্রুয়ারির ২৫ শে
নালা ডোবা man-hole ভরছিল উনিফর্মের লাশে
ঐদিন বাইরের মানুষ আমগোরে লুটে আমগো উপরে হাসে
অহন্কার পরিস্থিথি আমি কেন বুঝিনা
এ সিভিল সমাজে নিজেরে খুইজা পাইনা
আর মুখস্ধারীরা মুখোস কেন খোলেনা
এসব প্রশ্নের জবাব আমি কেন পাইনা
পিলখানা গেটের কাছে এলো-পাতারী গোলা-গুলি চালায়
এডি দেইখা মাইনষে জান বাচায় এদিক ওদিক পালায়
ধীম ধাম মালা শুইনা বাচ্চা মায়ের কোলে লুকায়
হতাঠ একটা গুলি আইসা দুই জনরে মাইরা পালায়
গণ কবর পরছিল, পরিবার বর্গ সব আতঙ্কে
লাশ কয়টা হইছিল পালাইতে পারবিনা কোনো অংকে
জানালা দরজা সব বন্ধ, বাতাসে লাশের গন্ধ
এডি দেইখা মনে হয় কেন হইলামনা আমি অন্ধ
ঠিক নাই কখন কার উপর গুলি লাইগা যাইবো,
আবার কয় ৩ কিলোমিটার এলাকা খালি করতে হইব
হুদাই ২-৩ দিনের লাইগা ছীন পাঠ করে
আর জনগণ গো ভুগতে হয় এইসবের পরে
যা মন চায় তাই করে, কিছু কয়ার পারুমনা
কিছু কৈলে, কিছু হইলে, পরে লুকায়া পারুমনা
সাধারণ মানুষ আমি সাধারণ মাইনষের কথা কয়া যাই
তোগো মধ্য ঘরে বয়া বয়া রিমোট টিপি নাই
Labels: Uptown Lokolz | 0 Comments
14:23
Kumar Bishwajit & Samina Chowdhury - Tumi Bolle Akash【Lyrics】
কুমার বিশ্বজিত ও সামিনা চৌধুরী - তুমি বললে আকাশ হব
তুমি বললে আকাশ চোঁব, হাওয়ায় হব তুলো
তুমি বললে তুলে দেব মনের প্রেম গুলো
তুমি বললে দুঃখ হব, হব সুখের লগ্ন
তোমার মাঝে অনন্তকাল থাকতে চাই যে মগ্ন
তুমি আমার নতুন সর্বনাশ
তবু কল্পনাতে তোমার সাথেই আমার বসবাস
তুমি বললে সূর্য্য হয়ে রোজ সকালে আসব
তুমি বললে চাঁদের আলোয় নিঝুম রাতে হাসব
তুমি বললে নীল সাগরে হব ঢেউয়ের ভেলা
সাগর প্রেমে আসব ছুটে, ভাসবো সারাবেলা
তুমি বললে তোমার বুকের কষ্টগুলো নেব
তুমি বললে আকাশ প্রমান ভালবাসা দেব
তুমি বললে বৃষ্টি হয়ে তোমায় সিক্ত করব
আবার জন্ম হলেই আমার তোমার প্রেমেই পড়ব
তুমি বললে আকাশ চোঁব,
তুমি বললে দুঃখ হব
তুমি বললে . . ... .
Labels: Kumar Bishwajit, Samina Chowdhury | 0 Comments
14:22
Kona - Krishnochura Hate【Lyrics】
কনা - কৃষ্ণচূঁড়া হাতে
পৃথিবীতে আছে দেখো তোমার পানে, তাকিয়ে দেখো চোঁখ মেলে উন্মুক্ত নয়নে
খোলো তোমার মনের দারটাকে দেখো আমায়
উন্মগ্নতায় দাড়িয়ে আছি কৃষ্ণচূঁড়া হাতে
নিস্সঙ্গ একা সদ্য ছেড়া ঘুড়ি প্রাণহীন
বাতাসের ভাজে ভাজে নীল আকাশে হবে যে বিলীন
কালো মেঘের ছায়াকে দূরে ফেলে দিয়ে দেখো তুমি পৃথিবীকে
জীর্ণ শত ব্যাথাকে ভুলে গিয়ে দেখো তুমি ধরণীকে
আঁধারের পরে নতুন আলো নিয়ে হয় সূর্যোদয়
ভেবোনাকো বিলাসী বন্ধু তুমি হবে তোমার জয়
Labels: Kona | 0 Comments
14:20
Habib Wahid - Doob【Lyrics】
হাবিব ওয়াহিদ - ডুব
তোমার মাঝে নামব আমি, তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটব সাঁতার, ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন যাপন, স্বপ্ন দেখা , স্বপ্ন ভাঙ্গা
সারা নিশি ভিজব দুজন ছাদে ঝরা জলে
সবুজ সুখে করব কুজন নীল আকাশের তলে
পাজর দিয়ে আগলে রব তোমায় সারা জীবন
সূর্য চোঁবে রাতের অধর, ঝরবে নরম আলো
নামব তোমার চোখের ভেতর , বাসব অনেক ভালো
মনের সবুজ সূতো দিয়ে বুনবো অনেক স্বপন
Labels: Habib | 0 Comments
14:19
Kona - Jemitik Bhalobasha【Lyrics】
কনা - জ্যামিতিক ভালবাসা
বৃত্ত আঁকা মন, সরল রেখার সুর, দৃষ্টি ধাঁদিয়ে , থাকছ বহুদূর
বিন্দু বিন্দু মেঘ, স্থূল সে আবেগ, বিপরীত আশা, জ্যামিতিক ভালবাসা
জ্যামিতিক ভালবাসা
গানেতে অথরে হেলিয়ে দুপায়ে, পরিমিত এই মন দিয়েছ রাঙিয়ে
পরিমিত এই মন দিয়েছ রাঙিয়ে
রেখেছি সাজিয়ে জোৎসনা ভিজিয়ে
কেন্দ্রীভূত ক্ষণ , চোঁবে কি কখন
বিপরীত আশা ্
জ্যামিতিক ভালবাসা
Labels: Kona | 0 Comments
14:18
Hridoy Khan - Protikhon【Lyrics】
হৃদয় খান - প্রতিক্ষণ
হলে কেন বল
এতটা দূরে?
বল
তুমি বল
সরে কেন গেলে
কি ভুলে
অকারণে
আজ সবি ফাঁকা
আমাকে
ভুলেও কি
আছ ভালো তুমি ?
দিয়ে যা
সেই প্রতিক্ষণ
যা কেটেছে
ভালোবেসে
এতটা অসহায়
নিজেকে লাগে
আবারো মনে করি
এতো হতে হয়
এ সময়ে
বলে যাও কোনো উপায়
যা নিয়ে বাঁচব
সময় এতটা কেন
আঘাত হানে
লাগেনা কিছু ভালো
বোঝায় কে
ভিতরটাকে
কি জানি
আসবে কি
সোনালী সেই দিনগুলো
kyu aj
woh saare pal
jhute lagne laga
kya woh
beetain lamhe
tujhe yaad na aye?
kise pata
kyu hai khafa
hai tujhe wasta
na jana
yuhi kya
gustakhian aisi
gujarish hai tujse
woh beetain pal
lauta de mujhe
na jane
yuhi kya
woh beetain pal
lauta de mujhe
na jaane . ...
Labels: Hridoy Khan | 0 Comments
14:16
Arfin Rumey - Baja Re Dhol【Lyrics】Movie - Common Gender
আরফিন রুমি - বাজারে ঢোল
ছবি - common gender
ঢোল বাজে, বাজে ঢোল
বাজারে ঢোল তোরা বাজারে ঢোল, সখ আর মনের খুশির দুয়ারটা খোল
আজ সুভ বিবাহের সেই সুভ ক্ষণ, আজ দুটি মনের হলো মধুর মিলন
বাজে ঢোল..................
বিধাতার ইশারা হলো যখন, দুটি জীবন এক হলো তখন
দুই-এ দুই-এ মিলে যে হলো এক
দেখরে দেখ তোরা আনন্দ দেখ
আজ থেকে সুখে দুঃখে রবে দুজন, গড়বে দুজনেতে সুন্দর জীবন
আজকে দুটি মনে হলো বাধন, অটুট রবে এই সুভ মিলন
14:15
Fuad feat Oni - Ei Mon【Lyrics】[feat Dido & Sumon]
ফুয়াদ Featuring অনি - এই মন
এই মন তুমি কেন ভেঙ্গে দিয়ে চলে গেলে অজানায়,
এই রাত আবার ডেকে আনে, অতীতের সৃতির ধারা
তোমার ......... দূরে থাকা
সে আমার স্বপ্ন ভাঙ্গায়
My tea's gone cold, I'm wondering why,
I Got out of bed at all,
The morning rain clouds up my window,
And I can't see at all,
And even if I could it'd all be grey,
But your picture on my wall,
It reminds me that it's not so bad,
It's not so bad.
সোনালী রোদ বিকেলে তুমি ছিলে এই আমার,
কত হাসি আর সুখের ছায়ায় chayay
এ জীবন কেন নিঠুর জালে বদ্দ ঘরের জানালায়
অশান্তি আর যন্ত্রনায় তবুও থাকি আশায়
Labels: Fuad, Oni | 0 Comments
14:14
Bappa Mazumdar - Keu Bole Tui【Lyrics】
কেউ বলে তুই
Singer and Composer- বাপ্পা মজুমদার
Album- সূর্য স্নানে চল
কেউ বলে তুই দূরে উধাও
কেউ বলে তুই আঁছিস
আমি বলি আমায় ছাড়া
কেমন করে বাঁচিস
কেউ বলে তুই ভাগ্য লিখন
কেউ বলে তুই পাথর
কেউ বলে তুই প্রার্থনার
কারো শীতের চাঁদর
কেউ বলে তুই অপার আকাশ
কেউ বলে বালুকণা
কেউ বলে একজীবনে
যায়না তোকে জানা II
সা রে গা মা মা পা ..
সেদিন শুনি বলছে তারা
দেখতে পেল তোকে
কত কিছুই রটিয়ে দিল
কত রকম লোকে II
কেউ বলে তুই অপার ঢেউ
তুই মৃত্যুর কাছাকাছি
আমি শুধু দেখিনা তোকে
অন্ধ হয়ে আছি
মেঘের রঙ্গে সাজিশ নাকি
আজ-ও বৃষ্টি এলে
পৃথিবী অবাক তাকিয়ে দেখে
হাজার দৃষ্টি মেলে II
বৃষ্টি
মেঘের রঙ্গে সাজিস নাকি
Labels: Bappa Mazumdar | 0 Comments
14:13
Arfin Rumey feat Nancy - Dolna Eka Eka【Lyrics】
আরফিন রুমি ও নান্সি - দোলনা
দোলনা একা একা দুলতে পারে না, তাকে দোলাতে হয়
তুমি দোলা দাও
আর আমি দুলে যাই
দোলনায় দোলনায় দোলনায় . . .
চাঁদের নিজের কোনো আলো নেই, জানো ?
সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়
তুমি দোলা দাও
আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায় . . .
দোল খেতে খেতে
চোঁখে এসে গেলে ঘুম
ঘুমের ভিতরে কিযে
হবে ভাবি হমম...হমম
Labels: arfin rumey, Nancy | 0 Comments
14:12
Tonima - Aji Jhor Jhor Mukhor . . .【Lyrics】⌊Tagore Song/Remix⌉
তনিমা - আজি ঝর ঝর মুখর বাদল দিনে
জানি নে জানি নে … কিছুতে কেন যে মন লাগে না
এই চঞ্চল সজল পবন বেগে
উদ্ভ্রান্ত মেঘে
ওই বলাকা ’র পথ খানি নিতে চিনে
মেঘ মোল্লারে সারা দিন অম্লান
বাজে ঝরনা ’র গান
মন হারাবার আজি বেলা
পথ ভুলিবার খেলা
মন চায় …মন চায় …
হৃদয় জড়াতে কারো চির -ঋণে
…জানি নে জানি নে …
Labels: Tonima | 0 Comments
14:09
Fuad feat Upol - jibon gelo Lyrics
ফুয়াদ featuring উপল - জীবন গেলো
জীবন গেল তোমার খোঁজে |
Labels: Fuad, upol | 0 Comments
16:41
Fuad feat Mila - Srabon
শ্রাবন এলে উদাসী মেঘ থাকি চাঁদের আলো
কতটা পথ হাটলে বল তুই বাসবী আমায় ভালো
কত শ্রাবন পার করিলে শরৎ পাওয়া যায়রে চোঁখের কোণে শ্রাবন এসে হায় দুঃখের নদী বয়রে
শ্রাবন এলে উদাসী মেঘ থাকি চাঁদের আলো
( কোন আকাশে স্বপ্ন ভাসে কোন আকাশের মন মনের ভেতর শ্রাবন এসে ভাবায় সারাক্ষণ )
উথাল পাথাল মনের জমিন শিশির জমে
কাশে কত যোজন পার করিলে মনে শরৎ আসে
আমার মনের শ্রাবনে গহীন গোপনে কেন যে বিরহে
দুরে দুরে থাকবে শরৎ সাদা মেঘে কিছু কিছু
আবেশে এযে মন ভেজে যে উষ্ণ আবেশে
কাছে কেন ফুলের বাকে কোথায় খোজ সুখরে
যখন তোমায় দিলাম শরৎ লুকাও কেন মুখরে
Labels: Fuad, mila | 0 Comments
16:40
Habib Wahid - Katena Mayabi Raat
Labels: Habib | 0 Comments
16:40
Uptown Lokolz - Ai Mama Ai
Uptown Lokolz - এই মামা এই
Labels: Uptown Lokolz | 1 Comments
16:39
Uptown Lokolz - Hishaber Kotha
Uptown Lokolz - হিসাবের কথা
Labels: Uptown Lokolz | 0 Comments
16:39
Habib Wahid - Ekjone
হাবিব ওয়াহিদ - একজনে
Labels: Habib | 1 Comments
16:38
Kranti - Shohobash
ক্রান্তি - সহবাস
Labels: Kranti | 0 Comments
16:37
Kona & Rupom - Ushno Chowa
কনা ও রুপম - উষ্ণ ছোঁয়া
Labels: Kona, Rupom | 0 Comments
16:36
Bappa Mazumdar & Porshi - Eito Bhalobasha
বাপ্পা মজুমদার ও পরশী - এইতো ভালবাসা
Labels: Bappa Mazumdar, porshi | 0 Comments
19:37
Habib feat Julie - Moyna Go
হাবিব featuring জুলি - ময়না গো
Labels: Habib, Julee | 0 Comments
19:36
Pavel feat Bindiya - Haat Rekhe Haate
পাভেল featuring বিন্দিয়া - হাত রেখে হাতে
Labels: Bindiya, Pavel | 0 Comments
19:34
Tahsan - Ke Aake Onno Chobi
তাহসান - কে আকে অন্য ছবি
Labels: Tahsan | 0 Comments
19:33
Shafiq Tuhin - Bhalobasha Nio
শফিক তুহিন - ভালবাসা নিও
Labels: Shafiq Tuhin | 0 Comments
19:32
Habib & Nancy - Hridoyer Kotha
হাবিব ও নান্সি - হৃদয়ের কথা
Labels: Habib, Nancy | 0 Comments
19:32
Rashed - Ami Khujechi Tomay Mago
রাশেদ - আমি খুজেছি তোমায় মা গো
Labels: Rashed | 0 Comments
19:31
Porshi & Muhib - Lagenato Bhalo
পরশী ও মুহিব - লাগেনাত ভালো
Labels: Muhib, porshi | 0 Comments
19:30
Miles - Aj Jonmodin Tomar
Miles ( শাফিন আহমেদ) - আজ জন্মদিন তোমার
Labels: Miles | 1 Comments
19:29
Hridoy Khan feat Panna - Ki Jala Diya Gela
হৃদয় খান featuring পান্না - কি জালা দিয়া গেলা মোরে
Labels: Hridoy Khan, Panna | 0 Comments
19:29
Arfin Rumey feat Kazi Shuvo - Shona Bou
আরফিন রুমি featuring কাজী শুভো - সোনা বউ
Labels: Kazi Shovo | 0 Comments
19:27
Arfin Rumey feat Kazi Shuvo - Shona Bondhu
আরফিন রুমি featuring কাজী শুভো - সোনা বন্ধু
Labels: Kazi Shovo | 0 Comments
19:26
Shajib feat RJ Razu - Priotoma Shuhashini
সজীব featuring RJ রাজু - প্রিয়তমা সুহাশিনি
Labels: RJ Raju, Shajib | 0 Comments
19:24
Babul Supriyo & Shreya Gosal - Ogo Bodhu Sundori
Babul Supriyo & Shreya Gosal - ওগো বধু সুন্দরী
Labels: Babul Supriyo, Shreya Ghosal | 0 Comments
19:24
Habib & Nancy - Etodin Kothay Chile
হাবিব ও নানচি - এতদিন কোথায় ছিলে ?
Labels: Habib, Nancy | 0 Comments
19:23
Hridoy Khan - Ei NIshi
হৃদয় খান - এই নিশি
Labels: Hridoy Khan | 0 Comments
19:22
Nochiketa & Shreya Ghosal - Pagla Haowar Badol Dine
নচিকেতা ও শ্রেয়া গোসাল - পাগলা হাওয়ার বাদল দিনে
u lalla u lalla he-3
চেনা সোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে
উ লাল্লা u lalla u lalla he
u lalla ulla he-2
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
ঘরের মুখে আর কিরে
কোনো দিন সে যাবে ফিরে
যাবে না যাবে না
দেয়াল যত সব গেল টুতে
পাগলা হবার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
বৃষ্টি নেশা ভরা সন্ধা বেলা
কোন বলরাম -এর আমি চেলা -2
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল ঝুটে
যত মাতাল ঝুটে
যা না চাইবার তাই আজ চাই গো
যা না পাবার তাই কথা পাই গো -2
পাবো না পাবো না
এ মরি অসম্ভব -এর পায়ে মাথা খুটে
পাবো না পাবো না
u lalla u lalla u lalla he
u lalla ulla he
ও পাগলা হবার badol dine
pagol amar mon jege othe-2
u lalla u lalla u lalla he
u lalla ulla he-3
Labels: Nochiketa, Shreya Ghosal | 0 Comments
19:20
Arbob - She Je Boshe Ache Lyrics
অর্ণব - সে যে বসে আছে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাকে মেঘ ধরতে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
চোখ মেল যদি পার বুঝতে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল বুনছে
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ ফোটা পড়ে অনেকক্ষণ
ভেজা কাক হয়ে থাক আমার মন
সে যে বসে আছে ...বসে আছে
Labels: Arnob | 0 Comments
19:19
Srikanto Acharjo - Bristi Tomake Dilam Lyrics
শ্রীকান্ত আচার্য - বৃষ্টি তোমাকে দিলাম
Labels: Srikanto Acharjo | 0 Comments