17:12
Topu - Mon Valo Nei
তপু - মন ভালো নেই
Labels: Topu | 2 Comments
13:47
Topu - Ekta Gopon Kotha
তপু - একটা গোপন কথা
Labels: Topu | 0 Comments
16:23
Tahsan - Amar Ei Adhar
তাহসান - আমার এই আধার
এলবাম - আমার পৃথিবী
আমার এই আধার, আমার কবিতা
সময়ের পাতায় যা লিখে চলি,
ছিল সবি তোমারি , আছে আজো তোমার
আধারের নির্জনতায়
এই নিজুম রাতে একা আমি জানালার পাশে দাড়িয়ে,
চিৎকার করে বলতে চাই তোমায় আমি,
ভালোবাসী
সুধু তোমায় ভালোবাসী
এ . . এখনো
সুধু তোমায় ভালোবাসী
আমার এই ভোরের আলোয় ছুটে চলা
সুধুই কল্পনায় চুতে চাওয়া
তুমি রাতের আধার ঘিরে এলে, তুমি আমার ভোরের আলোয় পাওয়া
অন্তহীন এ পথে
এই ভোরের স্তব্ধতা ভেঙ্গে দিয়ে লাল আকাশে চির ধরিয়ে
Category:
Labels: Tahsan | 0 Comments
12:28
Fuad Ft. Sumon & Anila - Gaibona
Labels: Anila, Fuad, sumon | 0 Comments
11:06
Fuad ft. Topu - Shei Je Tumi
ফুয়াদ Featuring তপু সেই যে তুমি
Labels: Fuad, Topu | 0 Comments
09:05
Hridoy Khan ft. Parvez - Jabi Jodi
হৃদয় খান Featuring পারভেজ - যাবি যদি
যাবি যদি উড়ে দুরে নীল অজানাতে , মনে করে আমায় মনে রেখে
কখনো পূরাবেনা সে গতিহীন পথে একটু কেদে সুধু পিছু পিরে
হায় ভালোবেসে রেখে যা এ মনের গহীন বাসনা
যা আছে তোর দেয়া
জোনাকির প্রদীপ থাকবেনা
সেখানে তোর মন বসবেনা
হারিয়েই শেসে হায় সব কিছু
ফেরাবার কিছু আর থাকবেনা
ও বহুদূর হয়েছে যাওয়া
ফিরে আয় বলি এ চাওয়া
কিছুক্ষণ বসে ভুলে যা
নিয়ে যা কিছু কল্পনা
Category:
Labels: Hridoy Khan, parvej | 0 Comments
07:49
Champa Banik - Mon Shudhu Tomake Chai
চম্পা বনিক - মন সুধু তোমাকে চায়
Labels: champa banik | 0 Comments
04:24
Fuad ft. Mila - Shukno patar nupur | Remix
ফুয়াদ Ft. মিলা - শুকনো পাতার নুপুর
Labels: Fuad, mila | 0 Comments
11:07
Indian Bangla - Bhole na
ভো্লে না--ভো্লে না
ভো্লে না -----
সাথী ভালবাসা মন ভো্লে না
সাথী ভালবাসা মন ভো্লে না
ও-- কখনো চলার পথে দুটি পথ
মিলে যায়
কখনো এভাবে তারা দুটি দিকে চলে
যায়
মন তবু সাথে চলে না
সাথী ভালবাসা মন ভো্লে
না
সাথী ভালবাসা মন ভো্লে না
ভো্লে না--
ভো্লে না--ভো্লে না
ভালবাসা নয় জানি দুদিনের খেলাঘর
তবু ঢেউ ভেঙ্গে যায় হৃদয়ের বালুচর
ভালবাসা নয় জানি দুদিনের
খেলাঘর
তবু ঢেউ ভেঙ্গে যায়
হৃদয়ের বালুচর
এত প্রেম নিয়ে বুকে
দূরে আছি কোন সুখে ?
-
এত প্রেম নিয়ে বুকে
দূরে আছি কোন সুখে ?
সেই কথা মন বলেনা
সাথী ভালবাসা মন ভো্লে
না
সাথী ভালবাসা মন ভো্লে না
দুদিনের পরিচয় থেকে যায় মনে
মুছে নাতো কিছু সৃতি কখনো এ জীবনে
দুদিনের পরিচয় থেকে যায়
মনে
মুছে নাতো কিছু সৃতি কখনো
এ জীবনে
বুকে নিয়ে সেই ব্যথা
মনে পড়ে তার কথা
-
বুকে নিয়ে সেই ব্যথা
মনে পড়ে তার কথা
প্রেম তবু ফিরে চলেনা
সাথী ভালবাসা মন ভো্লে না
ও
সাথী ভালবাসা মন ভো্লে না
ভো্লে না--ভো্লে না
ভো্লে না -----ভো্লে না--ভো্লে না
11:03
Konika - Tip tip bristi
কনিকা | টিপ টিপ
বৃষ্টি
টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে
গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে
সে কি জানে ? তার জন্য
মন আমার ভাল নেই
যারে যা মন তারে বলনারে
টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে
গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে
সাদা কালো সপ্নটাকে
আর ভাল লাগেনা
আনমনা পায়েলে আর সুর
সাজেনা
কোথায় যেন খুজি রঙ ধনু
ঠিকানা
যারে যা মন তারে গিয়ে
বলনারে
টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে
গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে
মেঘ পানে চেয়ে থাকা ব্যাকুল
আখিতে
মৌন নিয়ে মনের
ভেতর বন্ধু বিহনে
কোথায় যেন ডাকে আমায়
রোদ দুর্দিনে
যারে যা মন তারে গিয়ে
বলনারে
টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে
গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে
সে কি জানে ? তার জন্য
মন আমার ভাল নেই
যারে যা মন তারে বলনারে
টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে
গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে
Labels: konika | 0 Comments
11:00
Fuad ft Kona | Shuvro Tushar
কথা-উপল
সুর-ফুয়াদ
সঙ্গিত- ফুয়াদ
শুভ্র তূষার ঝরে পড়েছে ধরায়
কিছু সুখ উকি দিল আমার
আঙ্গিনায়
মিষটি অনুরাগ জমেছে কোথায়
ঠিকানা হারিয়ে গেছে, কোন সীমানায়
নিমিষে বদলে দিলে পৃথিবীর রূপ
হিসেবের জোড়া সাঁকো, অযাচিত সুখ
-----
নিমিষে বদলে দিলে পৃথিবীর রূপ
হিসেবের জোড়া সাঁকো, অযাচিত সুখ
এমন রাতে দুঃখগুলো লুকিয়ে যায়
দূরে
এমন রাতে নিরমল প্রেম সুধু ধরা
পড়ে
এমন রাতে দুঃখগুলো লুকিয়ে যায়
দূরে
এমন রাতে নিরমল প্রেম সুধু ধরা
পড়ে
আমি তাই শুন্য হাতে ডেকেছি
তোমায়
যদি তুমি আসো পাখি হৃদয়ের
খাঁচায় [২]
ফেরাতে চাও হতাশাতে বদলে যাওয়া সব
ফেলে আসা ইচ্চেগুলোর ব্যাথ্য অনূভব [২]
ছূটে যায় মরীচিকায় খুঁজতে তোমায়
যদি তুমি ফিরে আসো এমন ধারনায়
ছূটে যায় মরীচিকায় খুঁজতে তোমায়
যদি তুমি ফিরে আসো এমন ধারনায়
Labels: Fuad, Kona | 0 Comments
10:57
Fuad ft Kona--shopnota dhorte
ফুয়াদ ft কনা-- সপ্নটা ধরতে
ঐ নীলাকাশ চোট্য মানুষ
ছোঁয়ার সপ্ন দেখছেরে
লাল কলমে সেই কাহিনি কেউবা বসে
লিখছেরে [২]
লাফ দিয়ে সপ্নটা ধরতে
আকাশে সবাই ছায় উড়তে [৪]
ঐ নীলাকাশ চোট্য মানুষ
ছোঁয়ার সপ্ন দেখছেরে
লাল কলমে সেই কাহিনি কেউবা বসে
লিখছেরে
তবু, লাফ দিয়ে সপ্নটা ধরতে
আকাশে সবাই ছায় উড়তে [৪]
কেউ আকাশে উঠবে বলে গড়ছে
সিড়ি ঈট দিয়ে ঐ
কেউ দিগন্ত পাড়ে নিছক ফেলছে দেখ
বাশের মই [২]
তবু, লাফ দিয়ে সপ্নটা ধরতে
আকাশে সবাই ছায় উড়তে
[৪]
সপ্নের বল হাতড়ে কেউবা
কাতরে মরে জীবনভর
কেউ ছুটেনা কোনো দিকে ।। কেউ
বাধেনা নিজের ঘর [২]
সপ্নের বল হাতড়ে কেউবা
কাতরে মরে জীবনভর
কেউ ছুটেনা কোনো দিকে ।। কেউ
বাধেনা নিজের ঘর [২]
ঐ নীলাকাশ চোট্য মানুষ
ছোঁয়ার সপ্ন দেখছেরে
লাল কলমে সেই কাহিনি কেউবা বসে
লিখছেরে
লাফ দিয়ে সপ্নটা ধরতে
আকাশে সবাই ছায় উড়তে [৪]
Labels: Fuad, Kona | 0 Comments
10:54
Joy - shotti bolchi
জয় সাহরিয়ার-- সত্যি বলছি
সত্যি বলছি তোমাকে আর
ভালবাসিনা
তো্মার জন্য মিছেমিছি রাত-ও
জাগিনা
সত্যি বলছি তোমায় নিয়ে আর সপ্ন
দেখিনা
তো্মার জন্য মিছেমিছি কা্ব্য
লিখিনা
এখন তো্মার জন্নে আমার কোনো
সময় নেই
এখন আমি ভালবাসি সুধু আমাকেই
এখন আমি ভালবাসি সুধু আমাকেই
সত্যি বলছি তোমাকে আর
ভালবাসিনা
তো্মার জন্য মিছেমিছি রাত-ও
জাগিনা
এখন আমার সঙ্গি আকাশ
রাতের ধ্রুব তারা
বৃষটি সঙ্গি করে ভাল আছি তো্মায়
ছাড়া
এখন আমার সঙ্গি আকাশ
রাতের ধ্রুব তারা
বৃষটি সঙ্গি করে ভাল আছি তো্মায়
ছাড়া
সময় পেলে উদাস মনে দেখি
জোছনা
তো্মার জন্য মিছেমিছি কা্ব্য
লিখিনা
সত্যি বলছি তোমাকে আর
ভালবাসিনা
তো্মার জন্য মিছেমিছি রাত-ও
জাগিনা
এখন আমার সঙ্গি গীটার
সুরের ডানা মেলা
ইচ্চে সঙ্গি পড়ে ভালো আছি তোমায়
ছাড়া
এখন আমার সঙ্গি গীটার
সুরের ডানা মেলা
ইচ্চে সঙ্গি পড়ে ভালো আছি
তোমায়
ছাড়া
সময় পেলে উদাস মনে দেখি
জো্সনা
তো্মায় নিয়ে মিছেমিছি সপ্ন
দেখিনা
সত্যি বলছি তোমাকে আর
ভালবাসিনা
তো্মার জন্য মিছেমিছি রাত-ও
জাগিনা
সত্যি বলছি তোমায় নিয়ে আর সপ্ন
দেখিনা
তো্মার জন্য মিছেমিছি কা্ব্য
লিখিনা
এখন তো্মার জন্নে আমার কোনো
সময় নেই
এখন আমি ভালবাসি সুধু আমাকেই
এখন আমি ভালবাসি সুধু আমাকেই
Labels: joy | 0 Comments
10:15
Arefin Rumey Ft Arnik - Na Bola Bhalobasha
আরফিন রুমি Ft. অর্নিক - না বলা ভালবাসা
Labels: arfin rumey | 0 Comments
06:23
Arfin Rumey & Porshi - Tomari porosh
আরফিন রুমি ও পরসি - তোমারি পরশ
Labels: arfin rumey, porshi | 0 Comments
05:19
Tausif - Aj mon valo nei
তৌসিফ - আজ মন ভালো নেই
Labels: Tausif | 0 Comments
17:45
Tausif - Nil Akash Chute Pari
তৌসিফ - নীলাকাশ চুতে পারি
Labels: Tausif | 0 Comments
16:45
Fuad Ft. Upol - Tor jonno Bonno
ফুয়াদ ft উপল - বন্য
Labels: Fuad, upol | 0 Comments
15:17
Tutul & Samina Chowdhury - Hou Jodi nil akash
টুটুল ও সামিনা চৌধুরী - হও যদি নীল আকাশ
Labels: Samina Chowdhury, Tutul | 0 Comments
10:49
Hridoy khan - Obujh Valobasha
তুমি যদি আমাকে কাছে এসে
ভালবাসো
কি জানি হয় হৃদয়ে
কি করে তো্মায় বোঝাবো
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা
তুমি যদি আমাকে কাছে এসে
ভালবাসো
না জানি কবে সে সময় আসবে
আমাকে ধরে কাঁদবে
ও -- দুঃখের পেছনে যত সুখ আছে
একদিন রঙ দেখাবে
কত দিন আর এভাবে - বোঝাবো
তো্মাকে
সহেনা এ বাধন দোটানা
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা
তুমি যদি আমাকে কাছে এসে
ভালবাসো
when i come force to you and
love each
i dont know what happens to
my heart
i'll explain you....just tell me
--- i love you
আজ আমি বলব যে তো্মাকেই চাই
কখনো যদি না পাই
ও-- শেষ হয়ে যাবে এ জীবনের সাধ
এ ভেবে লাগে সুধু ভয়
যতদিন এ প্রান আছে
আমি রব যে কাছে
তো্মাকে কথা দিলাম
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা
তুমি যদি আমাকে কাছে এসে
ভালবাসো
কি জানি হয় হৃদয়ে
কি করে তো্মায় বোঝাবো
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায়
বাচবনা
Labels: Hridoy Khan | 0 Comments
10:46
Arfin Rumey & Nancy - Nilima
আরফিন রুমি ও ন্যানসি
-
নীলিমা
চলনা দুজন আজ নিলিমা চুয়ে
ভালবাসি
বৃষটি ধারার মত জোৎসনা
নিয়ে নীরবে কাছে আসি
ও বলনা তুমি সেই না বলা
কথা গানে গানে
ঐ নীলাকাশ , ঐ দখিনা বাতাস
আমাকে কাছে টানে
অভিমানি ভালবাসা চায় যে হারাতে
ঐ দূর অজানাতে
তুমি আমি ভেসে
যাব মেঘলা বাতাসে
এই হাত রেখে হাতে
চাঁদ কি জানে ? তুমি
চাঁদেরি মত
মন জানেনা মন
চুয়েছে কত
বললে তুমি আর কবিতা হল
যাই হারিয়ে তুমি যে পথে চল
এসনা - হৃদয়ে তুমি
অচেনা স্রাবনে নামি
অভিমানি ভালবাসা
চায়
যে হারাতে
ঐ দূর অজানাতে
তুমি আমি ভেসে
যাব মেঘলা
বাতাসে
এই হাত রেখে
হাতে
মেঘলা চোখে আমি
তাকিয়ে রব
সপ্ন হয়ে আজ
তোমাকে চোব
বৃষটি হল আজ
তো্মারি ছবি
পথ ভুলেছি আর
ভুলেছি সবি
এসনা - হৃদয়ে তুমি
অচেনা স্রাবনে নামি
অভিমানি ভালবাসা
চায় যে হারাতে
ঐ দূর অজানাতে
তুমি আমি ভেসে
যাব মেঘলা বাতাসে
এই হাত রেখে হাতে
Labels: arfin rumey, Nancy | 0 Comments
10:43
Fuad Ft. Kona - Nei
কথা | শাহান কবন্দ
সুর | রাফা
সঙ্গিত | ফুয়াদ
আমার সামনে ও নেই
পিছেও নেই
সঙ্গেও নাই কেউ
কেন নিজের সাথে নিজে
রইলাম
জানে নদির ঢেউ
আমার কথায় ও নেই , কাজে
ও নেই
সপ্নেও নেইতো কেউ
আমার মনের কথা মনে রইল
বইল নদির ঢেউ
আমার মনের কথা মনে রইল
বইল নদির ঢেউ
বইল নদির
ঢেউ
জানল নাতো কেউ
আকাশ জমিন যা-ই দেখি
নীরব জেগে রই
সব মানুষ-ই দারুন একা
মেনে নিতে হয়
মানুষের আশা যদি দুরশায়
লুকায়
শুন্য জনম এমন কথা মেনে
নিতে হয়
আমার ডানে-ও নেই বায়ে-ও
নেই
ছিল নাতো কেউ
আমার মনের কথা মনে রইল
বইল নদির ঢেউ
বইল নদির ঢেউ
মনের কথা জানল
নাতো কেউ
জানল নাতো কেউ
জানল নাতো কেউ
জানল নাতো কেউ
বন্ধু বলে যা্কে চিনি বন্ধু
সেতো নয়
বন্ধু ছাড়া বেচে থাকা খুব
সহজ নয়
জী্বনের পাশে যদি শুন্যতা
জমায়
মনের ঘরে একলা আমি
কোথায় যে পালাই
আমার চাওয়াতে নাই ,
পাওয়াতে নেই
বাস্তবে নাই কেউ
আমার মনের কথা রইল মনে
বইল নদির ঢেউ
আমার মনের কথা রইল মনে
বইল নদির ঢেউ
Labels: Fuad, Kona | 0 Comments
10:39
Habib ft Kona | Projapoti
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
সপ্নের আবির থেকে
ইচেছর সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
এক মুঠো জোনাকী দাও ছোড়িয়ে
আলোর ছাদর দিয়ে নাও জোরিয়ে
------
এক মুঠো জোনাকী দেবো
ছোড়িয়েই আলোর ছাদর দিয়ে নেব
জোরিয়ে
নিবির পিছুপিছু, সাধের কিছুকিছু
হৃদয় দেয়া নেয়ার সম্মতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
--
সপ্নের আবির থেকে
ইচেছর সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
হা হা হা হাহ....ও
ও ও
হাত ধরে দুজনে চল হারাব
না হয় নিষেধ ভুলে দুপা বাড়াবো
--
হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দুপা বাড়াবো
করে পাশাপাশি
ভালবাসাবাসি
---
ভালবাসায় বল কি ক্ষতি
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুয়ে দিতে চাই অনুমতি
--
সপ্নের আবির থেকে
ইচেছর সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি
Labels: Habib, Kona | 0 Comments
10:31
Hridoy Khan - Jani ekdin ami chole jabo
হৃদয় খান | জানি একদিন আমি চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষট নিয়ে -- ও ও
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষট নিয়ে
ফিরবনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষট নিয়ে -- ও ও
জানি একদিন ভুলে যাবে সবাই
আমায়, আমার সৃতি মুছে যাবে ধারায়
ও--জানি একদিন এক মুহুরত আরো
মনে পড়বেনা আমার কথা
ফিরবনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাবফিরবনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষট নিয়ে
জানি একদিন দূর থেকে দেখব সবার
এই ভুলে যাওয়া
ও--জানি একদিন চোখ থেকে পড়বে সুধু
অস্রু-রি ধারা
ফিরবনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষট নিয়ে --
ফিরবনা কোন দিন এই পৃথিবীতে
কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে
একদিন চলে যাব
জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে
যত বুক ভরা দুঃখ কষট নিয়ে --ও ও ও
Labels: Hridoy Khan | 0 Comments
10:27
Rajib | Tumi je khoti korla amar
তুমি যে ক্ষতি করলা আমার
তুমি যে ক্ষতি করলা আমার
---তুমি যে ক্ষতি করলা আমার
আল্লায় করবে তোমার বিচার
- আমার আল্লায় করবে তোমার বিচার
তুমি অনেকদিন কান্দাইলারে বন্ধু - কান্দাইওনা
বেশি আর
আল্লায় করবে তোমার বিচার
- আমার আল্লায় করবে তোমার বিচার
আমি হইলাম তো্মার বন্ধু
তুমি হইলা কার ?
হায়রে---তুমি হইলা কার ?
আমি হইলাম তো্মার বন্ধু
তুমি হইলা কার ?
হায়রে---তুমি হইলা কার ?
তো্মার জন্য এত করলাম কি দাম
দিলা তুমি তার ?
- হায়রে তো্মার জন্য এত করলাম
কি দাম দিলা তুমি তার ?
আল্লায় করবে তো্মার বিচার
আমার আল্লায় করবে তো্মার বিচার
আমার ঘরে আগুন দিয়া তুমি হইলা
পার
- হায়রে তুমি হইলা পার
আমার ঘরে আগুন দিয়া তুমি হইলা
পার
- হায়রে তুমি হইলা পার
সেই আগুনে ঝইলারে বন্ধু খুজি তো্মায় বারে
বার-- হায়রে সেই আগুনে ঝইলারে বন্ধু খুজি
তো্মায় বারে বার
আল্লায় করবে তো্মার বিচার, হায়রে
আমার আল্লায় করবে তো্মার বিচার
তুমি যে ক্ষতি করলা আমার
তুমি যে ক্ষতি করলা আমার
আল্লায় করবে তো্মার বিচার, আমার
আল্লায় করবে তো্মার বিচার
তুমি অনেকদিন কান্দাইলারে বন্ধু - কান্দাইওনা
বেশি আর
আল্লায় করব তোমার বিচার
- আমার আল্লায় করব তোমার বিচার
Labels: Rajib | 0 Comments
10:25
Adit ft Elita | Hridoy
আদিত ft এলিটা- হৃদয়
হৃদয়ের ঝড়ে আকাশ পাতাল কত ডাকাডাকি
সারারাত্রি তোমার সপ্নে নিরঘুমজেগে থাকি
কত শাধ নিবিড় করে তোমাকে ভালবাসি
তো্মার জন্য আমার এত কান্না হাসি
কেন যে মনে হয় বোঝোনা আমাকে
তো্মারি কারনে ফিরিয়ে দিলাম পৃথিবীকে
হৃদয়ের ঝড়ে আকাশ পাতাল কত
ডাকাডাকি
সারারাত্রি তোমার সপ্নে নিরঘুমজেগে
থাকি
কত শাধ নিবিড় করে তোমাকে ভালবাসি
তো্মার জন্য আমার এত কান্না হাসি
কেন যে মনে হয় বোঝোনা আমাকে
তো্মারি কারনে ফিরিয়ে দিলাম পৃথিবীকে
সপ্নের বুকে আকাশ নদির কত মাখামাখি
ঘুম হারা দুচোখে তুমিও দেখ নাকি?
মন চায় তোমায় নিয়ে অনুভবে ভাসি
তো্মার জন্য আমার এত কান্না হাসি
কেন যে মনে হয় বোঝোনা
আমাকে
তো্মারি কারনে ফিরিয়ে দিলাম
পৃথিবীকে
Labels: Adit, Alita | 0 Comments
10:22
Shafiq Tuhin & Aurin | er besi valobasha jayna
শফিক তুহিন এবং অরিন
ছন্দ-- শফিক তুহিন
এল্বাম- সপ্ন এবং তুমি
চোখ মেল্লেই দেখি তো্মাকে
চোখ বুজলেই ফালাক আছে
--
চোখ মেল্লেই দেখি তো্মাকে
চোখ বুজলেই ফালাক আছে
আরো বেশি ভালবাসা আমি দিতে চাই
যত ভালবাসা পৃথিবীতে আছে
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায়না
ও আমার জানপাখি ময়না
-
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায়না
ও আমার প্রানপাখি ময়না
সুরযের বুকে আছে যতটা আলো
তারো বেশি তোমাকেই বেসেছি ভালো
রাত যত ভরে থাক আধার কালো
আলোকিত হতে ছাই তোমার আলোই
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায়না
ও আমার প্রানপাখিময়না
-
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায়না
ও আমার জানপাখি ময়না
একটিও কনা একাকি তুমি হিনা
চেনা চেনা লাগে সবি অচেনা
ও রাত যত ভরে থাক আধার কালো
আলকিত হতে চাই তোমার আলোয়
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায়না
ও আমার জানপাখিময়না
-
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায়না
ও আমার প্রানপাখি ময়না
চোখ মেল্লেই দেখি তো্মাকে
চোখ বুজলেই ফালাক আছে
আরো বেশি ভালবাসা আমি দিতে চাই
যত ভালবাসা পৃথিবীতে আছে
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায়না
ও আমার জানপাখিময়না
-
ভালবাসি বড় ভালবাসি
এর বেশি ভালবাসা যায়না
ও আমার প্রানপাখি ময়না
Labels: Aurin, Shafiq Tuhin | 0 Comments
10:18
Fuad ft Kona | Ekhoni somoy
ফুয়াদ ft কনা--এখনি সময়
এমনি যদি হয় , এখন আর কিসের ভয়
জানি এই দিলে সয়, আর কিছু বাকি নেই
আর কিছু মানিনা, আর কিছু বুঝিনা
মনের ওই পথটা তোর পানে ছুটে যায়
অলস পথে তোর ছায়া
মনে কিসের মায়া
মনটা উড়ূ উড়ূ উড়ূ
মনটা ভীরূ ভীরূ ভীরূ
-----হোলো শুরু
এখনি সময় কিছু বলনা, আমার সাথে চলনা
---এখনি সময় (কিছু বল)
এখনি সময় কিছু বলনা, আমার সাথে চলনা
---এখনি সময় (কিছু বল)
অতীতে ছিল যা, এখনি ভুলে যা
এমন করে কেউ বলবেনা ভালোবাসি
শুরুটা যেখানে চল ফিরি সেখানে
সত্যি করে বলনা তুই চাসনা ফিরে
আসতে
অলস পথে তোর ছায়া (তোর ছায়া)
মনে কিসের মায়া
মনটা উড়ূ উড়ূ উড়ূ
মনটা ভীরূ ভীরূ ভীরূ
-----হোলো শুরু
এখনি সময় কিছু বলনা, আমার সাথে চলনা
---এখনি সময় (কিছু বল)
এখনি সময় কিছু বলনা, আমার সাথে চলনা
---এখনি সময় (কিছু বল)
অলস পথে তোর ছায়া
মনে কিসের মায়া
মনটা তোর অজানা, তাই কিছু বুঝিনা
তুই কি এমন কিছুই ভাবিস?
ভুলে সব হতাশা
জমিয়ে রাখি আশা
আর কিছু চাইনা
চাই পাশে থাক
এখনি সময় কিছু বলনা, আমার সাথে চলনা
---এখনি সময়
এখনি সময় কিছু বলনা, আমার সাথে চলনা
---এখনি সময়
এখনি সময় কিছু বলনা, আমার সাথে চলনা
---এখনি সময়
এখনি সময় কিছু বলনা, আমার সাথে চলনা
---এখনি সময়
এখনি সময় কিছু বলনা, আমার সাথে চলনা
---এখনি সময়
এখনি সময় কিছু বলনা, আমার সাথে চলনা
---এখনি সময়
Labels: Fuad, Kona | 0 Comments
10:15
Habib ft Nancy | Ei rate dure thekona
হাবিব ft ন্যান্সি-- এই রাতে দূরে থেকনা
এই রাতে দূরে থেকোনা
ভালবেসে কিছু বলোনা
আজ এ মন ছুয়ে যাক-না তো্মার
বইছে মাতাল হাওয়া
ঝলছে সনধ্যা তারা
-
বনধু ছাড়া এ মন মানেনা
এই রাতে দূরে থেকোনা
ভালবেসে কিছু বলোনা
আজ এ মন ছুয়ে যাক-না তোমার
হৃদয়ের সাজানো উপমা
সে যে একাকি ডানা মেলে জোছনা
উড়ছে মেঘের ভেলা
নামছে স্রাবন ধারা
-
বন্ধু কাছে তুমি-ই আসোনা
এই রাতে দূরে থেকোনা
ভালবেসে কিছু বলোনা
আজ এ মন ছুয়ে যাক-না তোমার
ও-ও-ওও--
রা রা রা
আ হা হা ----হা আ
প্রেমেরি অকানন হয় আলপনা
সে যে নিরবে রঙ মাখে জানেনা
ভাঙছে নীরবতা
মন যে দিশেহারা
বন্ধু চলে তুমি যেওনা
এই রাতে দূরে থেকোনা
ভালবেসে কিছু বলোনা
আজ এ মন ছুয়ে যাক-না তোমার
Labels: Habib, Nancy | 0 Comments
10:03
Anila | Dure tumi
আনিলা--দূরে তুমি
দূরে তুমি অনেক দূরে নিয়মের অন্য পাড়ে আজ
ধরনি সুধুই সমাধি তো্মার
আমি শুন্যের বদ্দ ঘরে
হৃদয়ে থেমে যাওয়া ঝড়
সৃতি আজ মাটির চাদরে
দুটি দেহে একি ঘর
খুলিনি আমাদেরি এই বাধন
আকাশে তো্মার ছবি
আমি তাকিয়ে এখনো বৃষটি তোমায় ভেজায়
বলে
খুলিনি আমাদেরি এই বাধন
আকাশে তো্মার ছবি
আমি তাকিয়ে এখনো বৃষটি তোমায় ভেজায়
বলে
ভোরে তুমি প্রতি ভোরে
আমাদের ওঠো জেগে আর
জানি ফিরে আসবেনা আবার
আমি সত্য আকড়ে ধরে
হেটে যাই ক্রান্তির শহর
আলো থেকে যাই আধারে
মিশে যাই তোমার ভেতর
খুলিনি আমাদের এ বাধন
আকাশে তো্মার ছবি
আমি তাকিয়ে এখনো বৃষটি তোমায় ভেজায় বলে
সীমাহীন তোমার সাগরে ডুবে চলেছি আজো
বৃষটি সেতো ভালবাসা তোমার খবর ভেজায় বলে
খুলিনি আমাদের এ বাধন
আকাশে তো্মার ছবি
আমি তাকিয়ে এখনো বৃষটি তোমায় ভেজায় বলে
সীমাহীন তোমার সাগরে ডুবে চলেছি আজো
বৃষটি সেতো ভালবাসা তোমার খবর ভেজায় বলে
ভোরে তুমি প্রতি ভোরে
আমাদের ওঠো জেগে আর
জানি ফিরে আসবেনা আবার
আমি সত্য আকড়ে ধরে
হেটে যাই ক্রান্তির শহর
আলো থেকে যাই আধারে
মিশে যাই তোমার ভেতর
খুলিনি আমাদের এ বাধন
আকাশে তো্মার ছবি
আমি তাকিয়ে এখনো বৃষটি তোমায় ভেজায় বলে
সীমাহীন তোমার সাগরে ডুবে চলেছি
আজো
বৃষটি সেতো ভালবাসা তোমার খবর
ভেজায় বলে
Labels: Anila | 0 Comments
10:00
Habib | Din gelo
হাবিব -- দিন গেলো
এ্লবাম - ময়না গো
দিন গেল তো্মারো পথ চাহিয়া
মন পড়ে সখীগো কার লাগিয়া
সহেনা যাতনা তো্মারো আশায় বসিয়া
মানেনা কিছুতেই মন আমার যায়যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও
দিন গেল তো্মারো পথ চাহিয়া
যার লাগি তরী বেয়ে যাই
জীবন গতি --
সেই জন
Labels: Habib | 0 Comments
09:57
Kona | Dil
কনা | দিল
দিল . . . . .
এই দিল . ..
এই দিল তো্মার দিওয়ানা
এই মন তো্মার মাস্তানা
এই চোখ তো্মার চো্রাবালি
ভালবাসি কি করে যে বলি !!
বলনা - - -- --
O my darling o my man (Aha !)
how do get you? How I can?
Miss you so much, miss you lot !
Come and make me give me a
hug!!
O my darling o my man (Aha !)
how do get you? How I can?
Miss you so much, miss you lot !
Come and make me give me a
try!!
এই দিল তো্মার দিওয়ানা
এই মন তো্মার মাস্তানা
এই চোখ তো্মার চো্রাবালি
ভালবাসি কি করে যে বলি !!
সবকিছু তুমি এই মনটারে এই মন
সুধু একাকি তো্মার
প্রান দিতে পারি যদি তুমি
বল তুমি
যে আমার !!!
O my darling o my man (Aha !)
how do get you? How I can?
Miss you so much, miss you lot !
Come and make me give me a
hug!!
O my darling o my man (Aha !)
how do get you? How I can?
Miss you so much, miss you lot !
Come and make me give me a
try!!
এই দিল তো্মার দিওয়ানা
এই মন তো্মার মাস্তানা [x3]
এই চোখ তো্মার চো্রাবালি
ভালবাসি কি করে যে বলি !!
বলনা - - -- --
এই দিল তো্মার দিওয়ানা
এই মন তো্মার মাস্তানা
এই চোখ তো্মার চো্রাবালি
ভালবাসি কি করে যে বলি !!
এই দিল তো্মার দিওয়ানা
এই মন তো্মার মাস্তানা
এই চোখ তো্মার চো্রাবালি
ভালবাসি কি করে যে বলি !!
এই দিল !! দিল ! দিল !
Labels: Kona | 0 Comments
09:53
Habib & Nancy - Tomare dekhilo
হাবিব ও ন্যানসি --
তো্মারে দেখিল
তো্মারে দেখিল পরানো ভরিয়া
আসমান জমিন দরিয়া
তো্মারে দেখিল পরানো
ভরিয়া
আসমান জমিন দরিয়া
চলিতে চলিতে থামিয়া
দেখিব তো্মারে আমিও
ও রুপে দিলা তুমি
পাগল করিয়া
ও কাজল টানা আখিতে
ডাগর আখিতে
নজর-ও পড়িলে কি
হবে ?
ও প্রেমেতে পড়িলে
মরনে মরিবে
দেখিও তুমি তবু নিরবে
চোখের পলকে - পলকে
রুপের ঝলকে- ঝলকে
আমি যে ডুবে রই
সেই প্রেমে পড়িয়া
ও রুপে দিলা তুমি পাগল
করিয়া
ও মায়া হাসিরে , কি
ভালবাসিরে
এমনো করিয়া হাসিও
ও নিকটে থাকিও
দেখিয়া রাখিও
এভাবে তুমি ভালবাসিও
যাবেরে যে পথে
যাবেরে
পাবেরে দেখিতে পাবেরে
তো্মারে দেখে সব
ফুল গেছে ঝরিয়া
Labels: Habib, Nancy | 0 Comments
09:51
Fuad Anila - Daak diyacen doyal amare
ফুয়াদ ft আনিলা- ডাক দিয়াছেন
[Drop the beat]
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশি দিন তোদের মাজারে
----
হায়রে...
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশি দিন তোদের মাজারে
---
হায়রে...
ডাক দিয়াছেন দয়াল আমারে
ও আমি চলতি পথে দুদিন থামিলাম
ভালবাসার মালা খানি গলে পরিলাম
.........আমি গলে পরিলাম
----
চলতি পথে দুদিন থামিলাম
ভালবাসার মালা খানি গলে পরিলাম
ও আমার শাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে
---
রইবনা আর বেশি দিন তোদের মাজারে
হায়রে...
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশি দিন তোদের মাজারে
---
হায়রে...
ডাক দিয়াছেন দয়াল আমারে
ও আমি কত জনে কত কি দিলাম-
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
- আমি দেখা না পাইলাম
কত জনে কত কি দিলাম-
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সঙ্গের সাথী -----
আমার সঙ্গের সাথী কেউ হইলনারে
রইবনা আর বেশি দিন তোদের মাজারে
হায়রে...
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশি দিন তোদের মাজারে
-
হায়রে...
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশি দিন তোদের মাজারে
-
হায়রে...
ডাক দিয়াছেন দয়াল আমারে
Labels: Anila, Fuad | 0 Comments
09:47
Hridoy Khan - Can you hear my scream
Hridoy Khan - Can you
hear my scream ?
love.. . can you hear my
scream?
-
(can you hear my scream?)
ভালবেসে সুর দিয়ে সেই তুমি
গেলে কোথায়, অজানায়
মায়া মিশে তবু আমি তোমারি
কামনায়
ছায়া বেশে আছ জানি কঠিন
সেই ছায়ায় ছলনায়
সুরে হেসে বলে দাও কোন পথে
পাব তো্মায় !!
Love can you hear my scream?
That i am badly missing u.....
oh ya....
Tough. . . this life has been & I am madly
loving u.....
oh.....ya
যেখানেই গেছ ফেরা
কি যায়না ? ? ?
সুরে মিশে আছ তাই এ
ভীষন বায়না
দেখা কি দেয়া যায়না ?
সুরে মিশে আছ তাই এ
ভীষন বায়না
দেখা কি দেয়া যায়না ?
Love can you hear my scream?
That i am badly missing u.....
oh ya....
Tough. . . this life has been & I am madly
loving u.....
oh.....ya
Love . .
ফেরা কি
যায়না ?
প্রেম সুরে বাধো
তাতেই হারিয়ে যাই
চোখ মেলে দেখ আজো কত
তো্মায় চাই !
আজো ভালবেসে যাই ।
ভালবেসে সুর দিয়ে সেই তুমি
গেলে কোথায়, অজানায়
মায়া মিশে তবু আমি তোমারি
কামনায়
ভালবেসে সুর দিয়ে সেই তুমি
গেলে কোথায়, অজানায়
মায়া মিশে তবু আমি তোমারি
কামনায়
o . .
Love can you hear my scream?
That i am badly missing u.....
oh ya....
Tough. . . this life has been & I am madly
loving u.....
oh.....ya
Labels: Hridoy Khan | 0 Comments
09:44
Arfin Rumy - Move your body
আরফিন রুমি - move your body
ভালবাসি জানি সুধু তো্মায় আমি
একটু ফিরে দেখাও - মুচকি হেসে হঠাৎ
হৃদয় ঘিরে তুমি
সপ্নছায়া তুমি
চোখের ইশারায় পাগল হই আমি
এই হৃদয় জুড়ে সুধুই
তো্মার ছবি
ও তো্মায় ছাড়া
ছন্নছাড়া অধরা সবি
move your body
shake your body
like it now!!
like you now !!
taste you of you
buddy
[2]
একটু যদি থাক পাশে সুখের
পরশে
ভরে যায় এ লগন মুক্ত আবেসে
সব কিছুত বোজো
তুমি এই যে ছলনায়
আমায় কেন রেখেছ
তুমি একটু বলনা
just watch me baby i
am still crazy for you
just what i am rocking
on the dancefloor only
with you
move your body
shake your body
like it now!!
like you now !!
taste you of you
buddy
[2]
অনেকতো হল খেয়ালি
খেলা
আমাকে ফিরিয়ে কি
নেবে এই বেলা ?
এর বেশিতো চাই না
কিছু তো্মারি কাছে
মনের মানুষ থাকত
সুধু মনেরি কাছে
just watch me baby i
am still crazy for you
just what i am rocking
on the dancefloor only
with you
move your body
shake your body
like it now!!
like you now !!
taste you of you
buddy
[4]
Labels: arfin rumey | 0 Comments
09:41
Aurthohin - Chaite paro
Aurthohin -- চাইতে পার
চাইতেই পার আবার সেই জোৎসনা
ঘরের ছিলিংয়ের সন্ধ্যা তারাটা
চাইতেই পার সারা রাত আর সারা
দিন
হবে না যে কখনো আর Load-
shedding
চাইতেই পার আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোঁয়ার সপ্ন দেখতে
চাইতেই পার শুনতে নতুন এক গান
করবনা যেখানে তো্মায় আর অপমান
এক মুঠো গোলাপ
আর ঐ নীলাকাশ
আকশের ঐ চাঁদ
অথবা এই রাত
কান্না ভেজা চোঁখ
অথবা মিষটি হাসি
যতই দেখাও আমাকে
পাবেনা কিছুই তুমি
তো্মার জন্য নয়
আমার কোনো কিছুই
বলে ছিলাম অনেক
আগেই
ভুলে গেছ কি ?
চাইতেই পার তুমি G-Series
থেকে Fuad Featuring Album
ছাড়তে
চাইতেই পার চেষটা করে
দেখতে কে আছে আমার
Facebook friend list - এ
চাইতেই পার তুমি হয়ে যেতে
আজকে
FM Channel- এর Hit কোন
RJ
চাইতে পার নতুন একটি অস্রে
মনের দুর-গন্ধটা দূর করতে
এক মুঠো
গোলাপ
আর ঐ নীলাকাশ
আকশের ঐ চাঁদ
অথবা এই রাত
কান্না ভেজা চোঁখ
অথবা মিষটি হাসি
যতই দেখাও আমাকে
পাবেনা কিছুই তুমি
তো্মার
জন্য নয়
আমার
কোনো
কিছুই বলে ছিলাম অনেক
আগেই ভুলে গেছ
কি ?
এক মুঠো গোলাপ
আর ঐ নীলাকাশ
আকশের ঐ চাঁদ
অথবা এই রাত
কান্না ভেজা চোঁখ
অথবা মিষটি হাসি
যতই দেখাও আমাকে
পাবেনা কিছুই তুমি
তো্মার
জন্য নয়
আমার কোনো
কিছুই - বলে ছিলাম
অনেক
আগেই ভুলে গেছ
কি ?
কান্না ভেজা চোঁখ
অথবা মিষটি হাসি
যতই দেখাও আমাকে
পাবেনা কিছুই তুমি
তো্মার জন্য নয়
আমার কোনো কিছুই
বলে ছিলাম অনেক
আগেই
ভুলে গেছ কি ?
Labels: Aurthohin, sumon | 0 Comments
09:36
Hridoy Khan - Bolna
হৃদয় খান | বলনা
মন তো্রে বলি যত
তুই চলেছিস তো্রি মত
সাধ্য কি আমার ছুটি তোর
পিছনে
মন - বলি তুই ফিরে চা
মন ছাড়া কি যায়রে বাচা
তুই ছাড়া কে আর আছে এ জীবনে
কি কারন - অকারন এত
করিস জালাতন
ভালো লাগেনা এ দোটানা ও
যাতন সারাক্ষন
বলনা তুই বলনা
কেনো এ ছলনা
ও মন তুই বলনা
ভালবাসি বলনা
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা
এই কথা সেই কথা কত যে
কথা বলিস
সুধু বলিস না মন কি কয়
ভালবাসা প্রেম পিরিতি কত
কিছু বুঝিস
সুধু বুঝিসনা মন কি যে
চায়
কি কারন - অকারন এত
করিস জালাতন
ভালো লাগেনা এ দোটানা ও
যাতন সারাক্ষন
বলনা তুই বলনা
কেনো এ ছলনা
ও মন তুই বলনা
ভালবাসি বলনা
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা
অন্তরটা দিলাম খুলে
দেখিসনাতো ফিরে
তো্র মন বোঝা ভীষণ দায়
হৃদয়-টা ও রেখেছি জমা
তাইতো আসি ফিরে
আর কিছুইতো দেবার তো
নাই
কি কারন - অকারন এত
করিস জালাতন
ভালো লাগেনা এ
দোটানা ও
যাতন সারাক্ষন
বলনা তুই বলনা
কেনো এ ছলনা
ও মন তুই বলনা
ভালবাসি বলনা
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা
মন তো্রে বলি যত
তুই চলেছিস তো্রি মত
সাধ্য কি আমার ছুটি
তোর পিছনে
মন - বলি তুই ফিরে চা
মন ছাড়া কি যায়রে বাচা
তুই ছাড়া কে আর আছে এ
জীবনে
কি কারন - অকারন এত
করিস জালাতন
ভালো লাগেনা এ
দোটানা ও
যাতন সারাক্ষন
বলনা তুই বলনা
কেনো এ ছলনা
ও মন তুই বলনা
ভালবাসি বলনা
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা
Labels: Hridoy Khan | 2 Comments
09:31
Bappa & Mila - Been
বাপ্পা ও মিলা -- বীন
তো্মার ভেতর বসত বাড়ি
আমি তো্মায় নিয়ে বাচি
তো্মার নামে সরগ, নরক
আমি ধরতে পারি বাজি
তো্মার ভেতর বসত বাড়ি
আমি তো্মায় নিয়ে বাচি
তো্মার নামে সরগ, নরক
আমি ধরতে পারি বাজি
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
---ভালবাসার বীন----ভালবাসার বীন
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
ক্লান্ত সময়, ছায়া তুমি, নিয়ে অ্লসক্ষন
পথ দেখালে পথে পাবে তোমার
প্রিওজন
----
ক্লান্ত সময়, ছায়া তুমি, নিয়ে অ্লসক্ষন
পথ দেখালে পথে পাবে তোমার
প্রিওজন
----
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তুমি ভোরের স্নিগ্ধ আলোয় আধার জোনাকি
শান্ত চোখে সপ্ন হাজার সত্তি জানোকি
তুমি ভোরের স্নিগ্ধ আলোয় আধার
জোনাকি
শান্ত চোখে সপ্ন হাজার সত্তি জানোকি
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তো্মার ভেতর বসত বাড়ি
আমি তো্মায় নিয়ে বাচি
তো্মার নামে সরগ, নরক
আমি ধরতে পারি বাজি
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
তুমি আমার শিতের সকাল
মিষটি একটা দিন
সন্ধে দুপুর রাত্রি বাজায় ভালবাসার
বীন
Labels: Bappa Mazumdar, mila | 0 Comments
09:27
Hridoy Khan ft Panna - Piriter Atha
হৃদয় খান ft সনিয়া - পিরিতের আঠা
পিরিতের আঠারে--- টান দিলেও ছুটেনা
ওরে টান দিলেও ছুটেনা [২] পিরিতের আঠারে-- টান দিলেও
ছুটেনা [*২]
লাইলি মজনু প্রেম করে পরানে হইল
সিরির পিরিতে ফরহাত পাহাড়
কাটিল [২]
কেউরেতো কেও না পাইলো সংসার-এ দুষোনারে
টান দিলেও ছুটেনা -পিরিতের
আঠারে--- টান দিলেও ছুটেনা
--
পিরিতের আঠারে--- টান দিলেও
ছুটেনা
এ ভব সংসারে যারা করে পিরিতি
সে জীবনে হয়রে তাদের বড়ই
দূরগতি [২]
মানুষে পিরিতি ছাড়লেও পিরিতে ছাড়েনা
টান দিলেও ছুটেনা
পিরিতের আঠারে টান দিলেও ছুটেনা [২]
টান দিলেও ছুটেনা
Labels: Hridoy Khan, Panna | 0 Comments
09:24
Habib ft Nancy | Ami tomar moner vetor
হাবিব এবং নান্সি -- আমি তো্মার
মনের ভেতর
আমি তো্মার মনের ভেতর একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাসো সে কথাটা
জানতে চাই
ভালবাসার যত কথা, হৃদয় দিয়ে
শুনতে চাই
তুমি সুধু আমার হবে পৃথিবিকে
বলতে চাই
এ হৃদয়ে জলছে এক যাতন
মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা
দিবা রাতি
এ হৃদয়ে জলছে এক যাতন
মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছো আমায় সারা
দিবা রাতি
এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের ফানস
তুমি ফাগুন হয়ে রঙ ছোয়ালে
মনেরো নীলাকাশ
আমি তো্মার মনের ভেতর একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাসো সে কথাটা
জানতে চাই
এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো তুমি
দুঃখ এলে ভুলে যেওনা বাচবনাতো আমি
এ প্রনয়ে অন্ধ হলাম প্রানের আলো
তুমি
দুঃখ এলে ভুলে যেওনা বাচবনাতো
আমি
এ প্রনয়ে কথা দিলাম সূয্য চন্দ্র তারা
সাক্ষী থেকো মরন যেনো হয়না তো্মায় ছাড়া
আমি তো্মার
মনের ভেতর
একবার
ঘুরে আসতে চাই
আমায় কতটা
ভালবাসো সে
কথাটা
জানতে চাই
ভালবাসার যত কথা, হৃদয় দিয়ে
শুনতে চাই
তুমি সুধু আমার হবে পৃথিবিকে
বলতে চাই
Labels: Habib, Nancy | 0 Comments
08:36
Fuad ft Oni - Manena mon
ফুয়াদ & Various Artist. অনি -- মানে না মন
Labels: Fuad, Oni | 0 Comments
08:34
Fuad ft Anila - Ke bashi bajayre
ফুয়াদ ft অনিলা - কে বাশি বাজায়রে
Labels: Anila, Fuad | 0 Comments
19:14
Habib & Nancy | Didha
বাহির বলে দুরে থাকুক, ভিতর বলে আসুকনা
Labels: Habib, Nancy | 0 Comments
19:10
Arfin Rumy | Valobasho jodi
ভালবাস যদি বাসতে পার
Labels: arfin rumey | 0 Comments