16:23
Tahsan - Amar Ei Adhar
তাহসান - আমার এই আধার
এলবাম - আমার পৃথিবী
আমার এই আধার, আমার কবিতা
সময়ের পাতায় যা লিখে চলি,
ছিল সবি তোমারি , আছে আজো তোমার
আধারের নির্জনতায়
এই নিজুম রাতে একা আমি জানালার পাশে দাড়িয়ে,
চিৎকার করে বলতে চাই তোমায় আমি,
ভালোবাসী
সুধু তোমায় ভালোবাসী
এ . . এখনো
সুধু তোমায় ভালোবাসী
আমার এই ভোরের আলোয় ছুটে চলা
সুধুই কল্পনায় চুতে চাওয়া
তুমি রাতের আধার ঘিরে এলে, তুমি আমার ভোরের আলোয় পাওয়া
অন্তহীন এ পথে
এই ভোরের স্তব্ধতা ভেঙ্গে দিয়ে লাল আকাশে চির ধরিয়ে
Category:
Labels: Tahsan |
This entry was posted on 16:23 and is filed under Tahsan . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment