09:36
Hridoy Khan - Bolna
হৃদয় খান | বলনা
মন তো্রে বলি যত
তুই চলেছিস তো্রি মত
সাধ্য কি আমার ছুটি তোর
পিছনে
মন - বলি তুই ফিরে চা
মন ছাড়া কি যায়রে বাচা
তুই ছাড়া কে আর আছে এ জীবনে
কি কারন - অকারন এত
করিস জালাতন
ভালো লাগেনা এ দোটানা ও
যাতন সারাক্ষন
বলনা তুই বলনা
কেনো এ ছলনা
ও মন তুই বলনা
ভালবাসি বলনা
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা
এই কথা সেই কথা কত যে
কথা বলিস
সুধু বলিস না মন কি কয়
ভালবাসা প্রেম পিরিতি কত
কিছু বুঝিস
সুধু বুঝিসনা মন কি যে
চায়
কি কারন - অকারন এত
করিস জালাতন
ভালো লাগেনা এ দোটানা ও
যাতন সারাক্ষন
বলনা তুই বলনা
কেনো এ ছলনা
ও মন তুই বলনা
ভালবাসি বলনা
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা
অন্তরটা দিলাম খুলে
দেখিসনাতো ফিরে
তো্র মন বোঝা ভীষণ দায়
হৃদয়-টা ও রেখেছি জমা
তাইতো আসি ফিরে
আর কিছুইতো দেবার তো
নাই
কি কারন - অকারন এত
করিস জালাতন
ভালো লাগেনা এ
দোটানা ও
যাতন সারাক্ষন
বলনা তুই বলনা
কেনো এ ছলনা
ও মন তুই বলনা
ভালবাসি বলনা
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা
মন তো্রে বলি যত
তুই চলেছিস তো্রি মত
সাধ্য কি আমার ছুটি
তোর পিছনে
মন - বলি তুই ফিরে চা
মন ছাড়া কি যায়রে বাচা
তুই ছাড়া কে আর আছে এ
জীবনে
কি কারন - অকারন এত
করিস জালাতন
ভালো লাগেনা এ
দোটানা ও
যাতন সারাক্ষন
বলনা তুই বলনা
কেনো এ ছলনা
ও মন তুই বলনা
ভালবাসি বলনা
বলনা তুই বলনা
ভুলে গিয়ে ছলনা
একবার সুধু বলনা
ভালবাসি বলনা
Labels: Hridoy Khan |
This entry was posted on 09:36 and is filed under Hridoy Khan . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
2 comments:
here you can get all songs of Hridoy Khan and this article about Hrisoy Khan providing you latest Hridoy Khan Bengali songs 2008-2016 also his popular songs collection.
gaan ta osthir kintu
Post a Comment