10:49
Hridoy khan - Obujh Valobasha
তুমি যদি আমাকে কাছে এসে
ভালবাসো
কি জানি হয় হৃদয়ে
কি করে তো্মায় বোঝাবো
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা
তুমি যদি আমাকে কাছে এসে
ভালবাসো
না জানি কবে সে সময় আসবে
আমাকে ধরে কাঁদবে
ও -- দুঃখের পেছনে যত সুখ আছে
একদিন রঙ দেখাবে
কত দিন আর এভাবে - বোঝাবো
তো্মাকে
সহেনা এ বাধন দোটানা
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা
তুমি যদি আমাকে কাছে এসে
ভালবাসো
when i come force to you and
love each
i dont know what happens to
my heart
i'll explain you....just tell me
--- i love you
আজ আমি বলব যে তো্মাকেই চাই
কখনো যদি না পাই
ও-- শেষ হয়ে যাবে এ জীবনের সাধ
এ ভেবে লাগে সুধু ভয়
যতদিন এ প্রান আছে
আমি রব যে কাছে
তো্মাকে কথা দিলাম
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা
তুমি যদি আমাকে কাছে এসে
ভালবাসো
কি জানি হয় হৃদয়ে
কি করে তো্মায় বোঝাবো
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায় বাচবনা
ভালো আর লাগেনা
এত কেন মায়া ?
যত কাছে আমি লাগে সুধু সান্তনা
অবুঝ ভালবাসা
জানি এ নয় খেলা
তবু এই মনে হয় ছাড়া তো্মায়
বাচবনা
Labels: Hridoy Khan |
This entry was posted on 10:49 and is filed under Hridoy Khan . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
0 comments:
Post a Comment