10:27
Rajib | Tumi je khoti korla amar
তুমি যে ক্ষতি করলা আমার
তুমি যে ক্ষতি করলা আমার
---তুমি যে ক্ষতি করলা আমার
আল্লায় করবে তোমার বিচার
- আমার আল্লায় করবে তোমার বিচার
তুমি অনেকদিন কান্দাইলারে বন্ধু - কান্দাইওনা
বেশি আর
আল্লায় করবে তোমার বিচার
- আমার আল্লায় করবে তোমার বিচার
আমি হইলাম তো্মার বন্ধু
তুমি হইলা কার ?
হায়রে---তুমি হইলা কার ?
আমি হইলাম তো্মার বন্ধু
তুমি হইলা কার ?
হায়রে---তুমি হইলা কার ?
তো্মার জন্য এত করলাম কি দাম
দিলা তুমি তার ?
- হায়রে তো্মার জন্য এত করলাম
কি দাম দিলা তুমি তার ?
আল্লায় করবে তো্মার বিচার
আমার আল্লায় করবে তো্মার বিচার
আমার ঘরে আগুন দিয়া তুমি হইলা
পার
- হায়রে তুমি হইলা পার
আমার ঘরে আগুন দিয়া তুমি হইলা
পার
- হায়রে তুমি হইলা পার
সেই আগুনে ঝইলারে বন্ধু খুজি তো্মায় বারে
বার-- হায়রে সেই আগুনে ঝইলারে বন্ধু খুজি
তো্মায় বারে বার
আল্লায় করবে তো্মার বিচার, হায়রে
আমার আল্লায় করবে তো্মার বিচার
তুমি যে ক্ষতি করলা আমার
তুমি যে ক্ষতি করলা আমার
আল্লায় করবে তো্মার বিচার, আমার
আল্লায় করবে তো্মার বিচার
তুমি অনেকদিন কান্দাইলারে বন্ধু - কান্দাইওনা
বেশি আর
আল্লায় করব তোমার বিচার
- আমার আল্লায় করব তোমার বিচার
Labels: Rajib |
This entry was posted on 10:27 and is filed under Rajib . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
0 comments:
Post a Comment