17:12
Topu - Mon Valo Nei
তপু - মন ভালো নেই
মন ভালো নেই
বলনা কিছুতেই
তবু বুজে নেবে কে আছে (কে আছে )
দেখো কেউ কাছে নেই, তবু তুমি এগুবেই
ভাঙ্গা পথ সাথী কে হবে ?
যদি কখনো আমায় মনে পড়ে যায়
খোলো দুয়ার আকাশে, আমি তারাময়
যদি কখনো ছুয়ে দিতে ইচ্চে হয়
সাগর হয়ে আজ জড়াবো তোমায়
কে বল কে , দেখাবে পথ তোমাকে
যদি যাও হারিয়ে এ শহরে
হাওয়াতে এলো চুল , মুখে এসে পড়ে
যদিনা থাকে তা, কে সরাবে ?
Labels: Topu |
This entry was posted on 17:12 and is filed under Topu . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
2 comments:
lovely track
পুরনো স্মৃতি গুলো বার বার মনে করিয়ে দিচ্ছে
Post a Comment