09:05
Hridoy Khan ft. Parvez - Jabi Jodi
হৃদয় খান Featuring পারভেজ - যাবি যদি
যাবি যদি উড়ে দুরে নীল অজানাতে , মনে করে আমায় মনে রেখে
কখনো পূরাবেনা সে গতিহীন পথে একটু কেদে সুধু পিছু পিরে
হায় ভালোবেসে রেখে যা এ মনের গহীন বাসনা
যা আছে তোর দেয়া
জোনাকির প্রদীপ থাকবেনা
সেখানে তোর মন বসবেনা
হারিয়েই শেসে হায় সব কিছু
ফেরাবার কিছু আর থাকবেনা
ও বহুদূর হয়েছে যাওয়া
ফিরে আয় বলি এ চাওয়া
কিছুক্ষণ বসে ভুলে যা
নিয়ে যা কিছু কল্পনা
Category:
Labels: Hridoy Khan, parvej |
This entry was posted on 09:05 and is filed under Hridoy Khan , parvej . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment