07:49
Champa Banik - Mon Shudhu Tomake Chai
চম্পা বনিক - মন সুধু তোমাকে চায়
এলবাম - না বলা ভালবাসা
রাতের জোসনায় ভিজে আমি , তোমারি পরশ খুঁজে বেড়াই
ওই নীল জোনাকির কানে কানে, না বলা কথা বলে যাই
রয়েছ দুরে, তবুও মিশে এ মনেরি গহিনে
এলবাম - না বলা ভালবাসা
আধো আধো রাতের ছায়ায়, আলতো আলতো স্বপ্ন মায়ায় মন সুধু তোমাকেই চায়
চেয়েছি তোমাকে
বৃষ্টি ধারার দু চোখে , চেয়েছি তোমাকে
পাবো কি পাবোনা ভেবে হই আনমনা
মন সুধু তোমাকেই পেতে চায়
তারা ভরা আকাশে
খুঁজে ফিরি তোমাকে
জানো কি তুমি তা ?
কত যে কবিতা
তোমাকে নিয়ে রোজ লিখে যাই
Labels: champa banik |
This entry was posted on 07:49 and is filed under champa banik . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment