08:34
Fuad ft Anila - Ke bashi bajayre
ফুয়াদ ft অনিলা - কে বাশি বাজায়রে
কে বাশি বাজায়রে
মন কেন নাচায়রে
আমার প্রাণ যে মানেনা
কিছুই ভালো লাগেনা
ওই বাশিকী বিষের বাশি তবু কেন ভালবাসি
লগ্ন ভোরে আড়াল থেকে দেখেছি পোড়া হাসি
সে যে হৃদয় কখন করলো হনন কিছুই জানিনা
আমার প্রাণ যে মানেনা
কিছুই ভালো লাগেনা
নাম ধরে সে ডাকে না যে তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা বসেনা কোনো কাজে
সে যে চুপিসারে কেন আমায় দেখেও দেখে না
আমার প্রাণ যে মানেনা
কিছুই ভালো লাগেনা
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment