Fuad ft Kona--shopnota dhorte




ফুয়াদ ft কনা-- সপ্নটা ধরতে

ঐ নীলাকাশ চোট্য মানুষ
ছোঁয়ার সপ্ন দেখছেরে

লাল কলমে সেই কাহিনি কেউবা বসে
লিখছেরে [২]

লাফ দিয়ে সপ্নটা ধরতে
আকাশে সবাই ছায় উড়তে [৪]

ঐ নীলাকাশ চোট্য মানুষ
ছোঁয়ার সপ্ন দেখছেরে

লাল কলমে সেই কাহিনি কেউবা বসে
লিখছেরে

তবু, লাফ দিয়ে সপ্নটা ধরতে
আকাশে সবাই ছায় উড়তে [৪]


কেউ আকাশে উঠবে বলে গড়ছে
সিড়ি ঈট দিয়ে ঐ
কেউ দিগন্ত পাড়ে নিছক ফেলছে দেখ
বাশের মই [২]

তবু, লাফ দিয়ে সপ্নটা ধরতে
আকাশে সবাই ছায় উড়তে
[৪]

সপ্নের বল হাতড়ে কেউবা
কাতরে মরে জীবনভর
কেউ ছুটেনা কোনো দিকে ।। কেউ
বাধেনা নিজের ঘর [২]

সপ্নের বল হাতড়ে কেউবা
কাতরে মরে জীবনভর
কেউ ছুটেনা কোনো দিকে ।। কেউ
বাধেনা নিজের ঘর [২]

ঐ নীলাকাশ চোট্য মানুষ
ছোঁয়ার সপ্ন দেখছেরে

লাল কলমে সেই কাহিনি কেউবা বসে
লিখছেরে
লাফ দিয়ে সপ্নটা ধরতে
আকাশে সবাই ছায় উড়তে [৪]

0 comments:

Powered by Blogger.