Konika - Tip tip bristi




কনিকা | টিপ টিপ
বৃষ্টি



টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে

গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে

সে কি জানে ? তার জন্য
মন আমার ভাল নেই
যারে যা মন তারে বলনারে

টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে

গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে

সাদা কালো সপ্নটাকে
আর ভাল লাগেনা


আনমনা পায়েলে আর সুর
সাজেনা

কোথায় যেন খুজি রঙ ধনু
ঠিকানা

যারে যা মন তারে গিয়ে
বলনারে
টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে

গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে

মেঘ পানে চেয়ে থাকা ব্যাকুল
আখিতে

মৌন নিয়ে মনের
ভেতর বন্ধু বিহনে

কোথায় যেন ডাকে আমায়
রোদ দুর্দিনে

যারে যা মন তারে গিয়ে
বলনারে

টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে
গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে

সে কি জানে ? তার জন্য
মন আমার ভাল নেই
যারে যা মন তারে বলনারে

টিপ টিপ বৃষ্টিতে মন ভালো
নেই যারে যা মন ভিজে
আয় নারে


গুন গুন বাতাসে মন ভাল
নেই
যারে যা মন ভেসে যা নারে

0 comments:

Powered by Blogger.