09:27
Hridoy Khan ft Panna - Piriter Atha
হৃদয় খান ft সনিয়া - পিরিতের আঠা
পিরিতের আঠারে--- টান দিলেও ছুটেনা
ওরে টান দিলেও ছুটেনা [২] পিরিতের আঠারে-- টান দিলেও
ছুটেনা [*২]
লাইলি মজনু প্রেম করে পরানে হইল
সিরির পিরিতে ফরহাত পাহাড়
কাটিল [২]
কেউরেতো কেও না পাইলো সংসার-এ দুষোনারে
টান দিলেও ছুটেনা -পিরিতের
আঠারে--- টান দিলেও ছুটেনা
--
পিরিতের আঠারে--- টান দিলেও
ছুটেনা
এ ভব সংসারে যারা করে পিরিতি
সে জীবনে হয়রে তাদের বড়ই
দূরগতি [২]
মানুষে পিরিতি ছাড়লেও পিরিতে ছাড়েনা
টান দিলেও ছুটেনা
পিরিতের আঠারে টান দিলেও ছুটেনা [২]
টান দিলেও ছুটেনা
Labels: Hridoy Khan, Panna |
This entry was posted on 09:27 and is filed under Hridoy Khan , Panna . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
0 comments:
Post a Comment