05:19
Tausif - Aj mon valo nei
তৌসিফ - আজ মন ভালো নেই
আজ মন ভালো নেই
মনে পড়ে তোমায়
তুমিও কি বসে বসে ভাবছ আমায় , ও একা একা আর ভালো লাগেনা ও একা একা
আস যদি তুমি পাবে আকাশটাকে , কান পেতে শোনো বাতাসেরী গান
বলছি তোমায় নদী হয়ে যেতে জল রঙ্গে তুমি মিশবে আমাতে
অথৈ মন আজ ভালোবেসে , অথৈ মন আজ ভালোবেসে চাইছে তোমায় কাছে পেতে
আস যদি তুমি পাবে আমাকে , ছায়া হয়ে যাব লুকোচুরি পথে
হাত মেলে দেখো আকাশেরই সাথে ভোরে যাবে মন আবেগী খেয়ালে
Labels: Tausif |
This entry was posted on 05:19 and is filed under Tausif . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
Powered by Blogger.
0 comments:
Post a Comment